‘দেশবাসী যেমন চাইছেন তাই হবে’, জল্পনা উসকে পহেলগাঁও হামলার জবাব নিয়ে বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁওয়ে হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জঙ্গি হামলায় নিহত ২৬ জনের রক্ত যেন বৃথা না যায়, এমনটাই চাইছেন সমগ্র দেশবাসী। আর এবার দেশের মানুষকে আশ্বাস দিলেন খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বিফলে যাবে না ক্ষোভ, জঙ্গি হামলায় যারা যারা জড়িত তাদের শাস্তি হবেই, এমনটাই আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, দেশবাসী যেমনটা চাইছেন তেমনি হবে।

পহেলগাঁও হামলার জবাব নিয়ে মুখ খুললেন রাজনাথ সিং (Rajnath Singh)

রবিবার নয়াদিল্লিতে সংষ্কৃতি জাগরণ মহোৎসবে যোগ দিয়েছিলেন রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরণ আপনারা জানেন। তিনি কীভাবে জীবনের ঝুঁকি নেন তাও আপনারা জানেন। আমি আপনাদের নিশ্চিত করছি, যেমনটা আপনারা চাইছেন তেমনটাই হবে”।

Rajnath Singh made a big announcement of revenge of pahalgam

জওয়ানদের প্রশংসা প্রতিরক্ষামন্ত্রীর: ভারতীয় সেনা জওয়ানদেরও ভূয়সী প্রশংসা করতে শোনা যায় প্রতিরক্ষা মন্ত্রীকে। তিনি বলেন, ভারতের সাহসী সেনা জওয়ানরা সবসময় দেশকে রক্ষা করছে। অন্যদিকে সাধু এবং জ্ঞানীরা দেশের আধ্যাত্মিকতাকে রক্ষা করছেন। জওয়ানরা একদিকে রণভূমিতে লড়ছেন, অন্যদিকে সাধুরা লড়ছেন জীবনভূমিতে। তিনি আরো বলেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, জওয়ানদের সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আমার দেশকে যারা আক্রমণের সাহস দেখায় তাদের যোগ্য জবাব দেওয়া আমার দায়িত্ব।”

আরো পড়ুন : ভারতের হামলার আতঙ্ক, সেনাবাহিনীতে গণ ইস্তফা, এবার দিনমজুরের মতো জওয়ান নিয়োগ করবে পাকিস্তান!

পরপর বৈঠক করছেন প্রধানমন্ত্রী: পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট জানিয়েছিলেন, যারা যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি হবে। তারপর থেকেই দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও।

আরো পড়ুন: ভারতের হামলার আতঙ্ক, সেনাবাহিনীতে গণ ইস্তফা, এবার দিনমজুরের মতো জওয়ান নিয়োগ করবে পাকিস্তান!

ওই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, ভারতীয় বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধানও। সূত্রের খবর বলছে, সেখানেই তিনি নির্দেশ দিয়েছেন, পহেলগাঁও হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হচ্ছে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনাকে। যখন, যেখানে খুশি অ্যাকশন নিতে পারে তাঁরা। এমনকি কীভাবে অ্যাকশন নেওয়া হবে সে বিষয়েও বাহিনীদের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন মোদী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X