বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষের (Dilip Ghosh) যাওয়া নিয়ে ফুঁসে উঠেছিলেন তিনি। তার রেশ পুরোপুরি কাটার আগেই রবিবার সাংবাদিক বৈঠক করে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেন। এবার সোমবার রাজ্যবাসীর কাছে একটি বড় অনুরোধ করলেন এই অভিজ্ঞ রাজনীতিক। সনাতনী হিন্দু ছাড়া কাউকে জমি বিক্রি অথবা বাড়ি ভাড়া না দেওয়ার আবেদন জানালেন তিনি।
সোমবার এই মন্তব্য করেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে তোলপাড় দেশ। পশ্চিমবঙ্গে বসবাসকারী পাকিস্তানিদের তাড়াতাড়ি চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবি তুলেছে বিজেপি। এই মর্মে বাঁকুড়ার জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার সেই কর্মসূচি থেকেই এই অনুরোধ করেন বিজেপি সাংসদ।
সৌমিত্র বলেন, ‘এখনও অনেকে এই রাজ্যের পরিস্থিতি বুঝতে পারছেন না। আপনি হয়তো বাড়ি বানিয়ে ভাবছেন, সারা জীবন সেখানে থাকবেন। তবে সেটা পারবেন না। আপনার সন্তানরা কর্মসূত্রে ভিন রাজ্যে যাবে। সেই অবস্থায় আপনি প্রয়াত হলে রোহিঙ্গারা বাড়ি দখল করে নেবে’।
আরও পড়ুনঃ ‘দয়া করে কাজ করতে দিন’! রাজ্যকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
এরপরেই বিজেপি সাংসদের অনুরোধ, ‘সেই জন্য আমার আবেদন, দয়া করে সনাতনী ছাড়া কাউকে নিজের জমি বিক্রি করবেন না। সনাতনী না হলে তাঁকে বাড়ি ভাড়াও দেবেন না’।
সৌমিত্র দাবি করেন, শহর কলকাতায় এভাবেই ৯০% ঘর দখল হয়ে গিয়েছে। বাঁকুড়া সহ রাজ্যের আর কোনও জায়গায় যাতে এমন ঘটনা না ঘটে, সেই কারণে সাধারণ মানুষের উদ্দেশে এহেন অনুরোধ বলে জানান তিনি। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কড়া বিরোধিতা করেছেন বড়জোড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
সৌমিত্র পাল্টা বলেন, ‘যারা সনাতনী নন, তাঁরা আমাদের ঘর ছাড়া করার নিদান দিলে আমাদের এহেন মন্তব্য করাটাই স্বাভাবিক’। বিরোধীরা তাঁর মন্তব্যের বিরোধিতা করলেও বিষ্ণুপুরের এমপি নিজের অবস্থানে অনড়।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বেছে বেছে হিন্দুদের হত্যা করার অভিযোগ উঠেছিল। নিহতদের পরিবার সহ নানান মহল থেকে এই দাবি করা হয়েছে। এছাড়া নানান সময়ে এই রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি। এই আবহে রাজ্যবাসীর কাছে বড় অনুরোধ করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সনাতনী ছাড়া অন্য কাউকে জমি বিক্রি না করার ও বাড়ি ভাড়া না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।