জঙ্গি হামলায় শহিদ স্বামী, মুসলিম এবং কাশ্মীরিদের হয়ে সরব হতেই ট্রোলড স্ত্রী, পাশে দাঁড়াল মহিলা কমিশন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য স্বামীহারা হয়েছেন তিনি। পহেলগাঁওতে (Pahalgam Attack) জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে তারপর হত্যা করেছেন লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে। শহিদ নৌসেনা আধিকারিকের স্ত্রী হিমাংশী নারওয়াল এবার পড়লেন নেটিজেনদের কটাক্ষের মুখে। পহেলগাঁওয়ের ঘটনায় কাশ্মীরি এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোয় কুরুচিকর আক্রমণের মুখে পড়েছেন হিমাংশী।

পহেলগাঁও হামলায় (Pahalgam Attack) কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে সমালোচিত শহিদের স্ত্রী

পহেলগাঁওতে জঙ্গি হামলায় (Pahalgam Attack) নিহতদের তালিকায় নাম ছিল নৌসেনা আধিকারিক বিনয় নারওয়ালের। তাঁর স্ত্রী হিমাংশী সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দেন, ‘আমি চাই গোটা দেশ আমার স্বামীর জন্য প্রার্থনা করুক, যাতে তাঁর আত্মা শান্তি পায়। তবে আমার অনুরোধ, এই ঘটনার জন্য দেশের মুসলিম এবং কাশ্মীরিদের দায়ী করে বিদ্বেষ ছড়াবেন না। আমি শান্তি চাই, শুধুই শান্তি’।

Wife of dead lieutenant in pahalgam attack trolled

পোস্ট নিয়ে শুরু বিতর্ক: হিমাংশীর এই পোস্টকে ঘিরেই তীব্র নিন্দার ঝড় উঠে। অশ্লীল কটাক্ষও ভেসে আসে তাঁর উদ্দেশে। এরপরেই হিমাংশীর (Pahalgam Attack) পাশে দাঁড়ায় জাতীয় মহিলা কমিশন। ট্রোলিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে হিমাংশীর পক্ষ নিয়ে নিন্দুকদের পালটা সমালোচনায় মুখর হয় জাতীয় মহিলা কমিশন। কী বলা হয়েছে কমিশনের তরফে?

আরো পড়ুন : ‘দেশবাসী যেমন চাইছেন তাই হবে’, জল্পনা উসকে পহেলগাঁও হামলার জবাব নিয়ে বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

পাশে দাঁড়ায় মহিলা কমিশন: একটি বার্তায় কমিশনের তরফে লেখা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় (Pahalgam Attack) আমাদের দেশ বহু নাগরিককে হারিয়েছে। এই হামলায় লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে। গোটা দেশ এই ঘটনায় ক্ষুব্ধ এবং শোকাহত। কিন্তু এই ঘটনার পর তাঁর বিধবা স্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে আক্রমণ হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। একজন মহিলাকে আদর্শ প্রকাশ করার জন্য এমন ভাবে ব্যক্তিগত আক্রমণ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার সম্মান এবং মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

আরো পড়ুন : ‘আপনারা দাঙ্গা করেন আর গালাগালি খাই আমি’, কাদের নিশানা করলেন মমতা?

প্রসঙ্গত, বিয়ের মাত্র ছয় দিন পরেই পহেলগাঁও হামলায় মৃত্যু হয় নৌসেনা আধিকারিকের। স্ত্রীকে নিয়ে হানিমুনে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তিনি। হামলার পর স্বামীর মরদেহের পাশে হিমাংশীর স্তব্ধ হয়ে বসে থাকার ছবিটা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X