বাংলাহান্ট ডেস্ক : শহর জুড়ে রুফটপ রেস্তোরাঁ ভাঙার জন্য উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা (Firhad Hakim)। মেছুয়াবাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণ যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহুতলগুলির ছাদ খালি করার তোড়জোড় শুরু হয়। সেই মতো রিপোর্ট তৈরি করার কাজ এগোচ্ছিল পুরসভা (Firhad Hakim)। কিন্তু আপাতত এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিপ্রেক্ষিতে এবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বললেন, আদালত যেটা ভালো মনে করবে সেটাই করবে। এ নিয়ে তাঁর কিছু বলার নেই।
রুফটপ রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)
মেছুয়াবাজার অগ্নিকাণ্ডের পরেই পার্কস্ট্রিট ম্যাগমা হাউজে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পরিস্থিতি দেখে ছাদ খালি করার নির্দেশ দেন তিনি, যাতে আগুন লাগার মতো ঘটনা ঘটলে মানুষ ছাদে গিয়ে আশ্রয় নিতে পারে। সেই মতো ম্যাগমা হাউজের রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। কিন্তু হাইকোর্টের তরফে এই মামলার শুনানিতে সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়।
হাইকোর্টের নির্দেশেই ভরসা মেয়রের: আদালতের এই নির্দেশ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “সবার উপরে ভগবান, তারপর আদালত। আমি তো সামান্য মেয়র, অনেক নীচে। মহামান্য আদালত যেটা ভালো মনে করবে সেটাই হবে”। শহর জুড়ে বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, “ভাঙতে আমাদেরও ভালো লাগে না। কারোর ব্যবসায় ক্ষতি হোক তা আমরা চাই না। কিন্তু যেভাবে রুফটপ রেস্তোরাঁগুলি গজিয়ে উঠেছে তাতে হাইড্রলিক ল্যাডার দিয়ে রেসকিউ করা যায় না। কারণ ওগুলো চারিদিক থেকে ঘেরা থাকে। উপরের আগুন নীচে নেমে গেলে কীভাবে রেসকিউ করা যাবে?”
আরো পড়ুন : ভিলেন হয়েই মন জয় দর্শকদের, বাংলা সিরিয়াল থেকে একলাফে বলিউড ডেবিউ নায়িকার
হোটেল রেস্তোরাঁ নিয়ে পদক্ষেপের পরিকল্পনা: শহরে একাধিক হুক্কা বারের প্রসঙ্গ তুলেও এদিন কলকাতার মেয়র বলেন, একজন বাবা হিসেবে তিনি হুক্কা বার বন্ধ করতে চেয়েছিলেন। কারণ তরুণ প্রজন্মের এতে ক্ষতি হচ্ছে। কিন্তু মহামান্য আদালত চেয়েছে বলে খোলা রয়েছে। এতে তাঁর কিছু বলার নেই। বর্তমানে যতগুলি রেস্তোরাঁ, হোটেল রয়েছে সবগুলিতে অডিট হওয়া দরকার বলে মনে করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রতিটির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার জন্য তিনি দমকল দপ্তরকে অনুরোধ করবেন বলেও জানান। হোটেলের অগ্নিকাণ্ডের বিষয়ে বাম আমলের স্টিফেন কোর্টের ঘটনার প্রসঙ্গ টেনে মেয়র আরো বলেন, ছাদে ওঠার কোলাপসিবল গেট খোলা থাকলে সিঁড়িতে অতজন মানুষকে মরতে হত না।
আরো পড়ুন : কে বলবে বয়স ৫৯! সব্যসাচীর কালো পোশাকে মেট গালায় শাহরুখ, প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে গড়লেন ইতিহাস!
অবশ্য রুফটপ খোলা রাখার বিপদও উল্লেখ করেন ফিরহাদ হাকিম। সেক্ষেত্রে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তা রুখতে ঘেরার জাল আরো বড় করতে হবে। তিনি বলেন, সচেতন ভাবে কয়েকজন এগিয়ে আসুক সেটাই চেয়েছিলেন তাঁরা। কিন্তু কয়েকজন ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন। ততক্ষণ পর্যন্ত ম্যাগমা হাউজের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না বলেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।