‘আর কিছুটা সময় দিন..,’ আদালতে আর্জি অভিষেকের, ১০ জুন পর্যন্ত সময়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ৭ লক্ষেরও বেশি ভোটেড় ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court ) মামলা করেছিলেন ওই কেন্দ্রেরই ২০২৪ সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। সেই মামলা সংক্রান্ত বড় আপডেট এবার সামনে এল।

হাইকোর্টে সময় চাইলেন অভিষেক | Abhishek Banerjee

সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বক্তব্য জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন। মামলার পরবর্তী শুনানিড় আগে এ বিষয়ে আদালতে লিখিত বক্তব্য পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুন।

প্রসঙ্গত, বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল, “ডায়মন্ড হারবার লোকসভায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটে প্রচুর কারচুপি করে জয়লাভ করেছেন অভিষেক।” আগে এই মামলায় নির্বাচনী সমস্ত নথি বা তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

ভিডিও দেখুন: https://youtu.be/NdWkByXPVUM?si=fHojSxfKJQrxnQKW

উল্লেখ্য , গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অন্য সব দলকে দশ গোল দিয়েছিল তৃণমূল। বিপুল ব্যবধানে জয়ী হন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট পান অভিষেক। এদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পেয়েছিলেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। আর সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন ৮৬,৯৫৪ ভোট। এই ফলাফল সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা।

Calcutta High Court on Election Petition filed against Abhishek Banerjee

আরও পড়ুন: ‘সবার উপরে ভগবান, তারপরেই আদালত’, রুফটপ রেস্তোরাঁ নিয়ে হাইকোর্টের উপরেই সিদ্ধান্ত ছাড়লেন ফিরহাদ হাকিম

প্রথম থেকেই বিজেপির অভিযোগ ছিল, কারচুপি করেছে তৃণমূল। ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। সেই নিয়েই মামলা হয় হাইকোর্টে। সেই ঘটনার প্রায় এক বছর পর সেই মামলাটি এবার আদালতে শুনানির পর্যায়ে এল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X