বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরণ ঘটালেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সম্প্রতি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বিরুদ্ধে কলম ধরেছিলেন তসলিমা। সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তসলিমা লিখেছিলেন, যতদিন ইসলাম থাকবে, ততদিন সন্ত্রাসবাদ থাকবে। এবারও একই কথা শোনা গেল তার মুখে। ২০১৬ সালে ঢাকা কাফে কাণ্ডের সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনার তুলনা টেনে তসলিমা বলেন, ১৪০০ বছর কেটে গেলেও এখনও ইসলামের গোঁড়ামি দূর হয়নি। ইসলাম এখনও বিকশিত হয়নি।
ফের বিস্ফোরক তসলিমা নাসরিন | Taslima Nasrin
দিল্লি সাহিত্য সম্মেলনে দাঁড়িয়ে তসলিমা বলেন, ইসলামকে বিকশিত করে তুলতে না পারলে তারা জঙ্গিদের জন্ম দিয়েই যাবে। ঢাকার জঙ্গিহানার প্রসঙ্গ টেনে ‘লজ্জা’র লেখিকা বলেন, সেবারেও মুসলিমদের নির্বিচারে খুন করা হয়েছিল, তাঁরাও কলমা পড়তে পারেননি বলে। যেখানে ধর্মবিশ্বাস কোনও কারণ ও মানবিকতার ধার ধারে না সেখানেই এই ঘটনা ঘটে।
স্পষ্ট ভাষায় তসলিমা বলেন, ‘গোটা পৃথিবী যখন বদলে যাচ্ছে তখন কেউ কেউ সেই পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে বসে রয়েছে। বিশ্বজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে যেমন ইউরোপে গির্জাগুলিকে মিউজিয়ামে পরিণত করা হচ্ছে। কিন্তু, মুসলিমরা সর্বত্র মসজিদ তৈরির কাজ চালাচ্ছে।’
ভিডিও দেখুন: https://youtu.be/AaX86_tUwDg?si=ycvBGxQ70CdDhk8h
লেখিকা বলেন, ‘পৃথিবী জুড়ে হাজার হাজার মসজিদ রয়েছে, কিন্তু মুসলিমরা চাইছে আরও মসজিদ তৈরি হোক। এই মসজিদ থেকেই জেহাদি তৈরির কাজ চলছে। কোনও মাদ্রাসার প্রয়োজন নেই। মুসলিম বাচ্চাদের সব ধরনের বই পড়ানো হোক, শুধু একটি বই পড়লে চলবে না।’
আরও পড়ুন: দিলীপ-বিতর্কের আবহেই বড় খবর! পরপর দু’দিন বৈঠকে বসছে BJP! নেওয়া হবে বড় কোনও সিদ্ধান্ত?
এর আগে কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র সমালোচনা করে সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তসলিমা (Taslima Nasrin) লিখেছিলেন,
‘ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে।
ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন অমুসলিমদের কোনও নিরাপত্তা থাকবে না, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনও নিরাপত্তা থাকবে না, নারীর কোনও নিরাপত্তা থাকবে না।
ইসলাম যতদিন বেঁচে থাকবে, ফুল শুকিয়ে যেতে থাকবে, শিশুরা মরে যেতে থাকবে, বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা,
ইসলামের গর্ভ থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা, জন্ম নিতে থাকবে কুৎসিত দানব।
ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সভ্য হবে না কোনও রাজ্য, কোনও রাষ্ট্র, সভ্য হবে না পৃথিবী।’
বুধবার সমাজমাধ্যমে তসলিমা আরও লেখেন,
‘যে ধর্ম মানবিক নয়, সে ধর্মকে হয় মানবিক করো, নয়তো সে ধর্মকে ত্যাগ করো।
মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে ধর্মগুলো। এক ফুঁয়ে উড়ে যেতে পারে সব। কিন্তু অজ্ঞতা আর অশিক্ষার মাটি এমন কামড়ে ধরে আছে ধর্মের শেকড় যে ধর্মগুলোকে উপড়ে ফেলা সহজ হচ্ছে না।
যুগে যুগে মানবিক হয় মানুষ। যত সে বর্বরতা থেকে মুক্ত হয়, সে তার ধর্মকেও বর্বরতা থেকে মুক্ত করে।
একটি ধর্মেরই বিবর্তন থমকে আছে। একটি ধর্মেই জঙ্গিবাদ সমর্থন পায়, একটি ধর্মই একবিংশ শতাব্দিতে সন্ত্রাসী লেলিয়ে মানবতাকে আবর্জনার স্তূপে ছুড়ে দেয়, মানবাধিকারকে হত্যা করে, নারীর অধিকারকে কবর দিয়ে দেয়।
যে ধর্ম মানবিক নয়, সে ধর্মকে হয় মানবিক করো, নয়তো সে ধর্মকে ত্যাগ করো।’