দিলীপ-বিতর্কের আবহেই বড় খবর! পরপর দু’দিন বৈঠকে বসছে BJP! নেওয়া হবে বড় কোনও সিদ্ধান্ত?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু তার আগে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে বঙ্গ বিজেপির (BJP) অন্দরে টানাপড়েন! সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হাসিমুখে বৈঠক করেন প্রাক্তন রাজ্য সভাপতি। বিষয়টি মেনে নিতে পারেননি বাংলার বহু পদ্ম নেতা। প্রকাশ্যেই এই নিয়ে সরব হন তাঁরা। পাল্টা দিয়েছেন দিলীপও। এই আবহে পরপর দু’দিন বৈঠকে বসছে বিজেপি। মঙ্গলবার ও বুধবার এই দুই বৈঠক আয়োজিত হবে।

দিলীপকে (Dilip Ghosh) নিয়ে বিতর্কের আবহেই বড় খবর!

জানা যাচ্ছে, আজ সল্টলেকে বিজেপি দফতরে একটি বৈঠক হওয়ার কথা আছে। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদকরা থাকবেন বলে খবর। সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ থাকবেন। সেই সঙ্গেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে ও সহ পর্যবেক্ষক অমিত মালব্যও থাকবেন বলে খবর। এর পাশাপাশি জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই বৈঠকে যোগ দিতে পারেন।

আজকের পর আগামীকালও একটি বৈঠকে বসবে বিজেপি। সেটি আরও বড় পরিসরে হবে বলে খবর। আজকের বৈঠক সল্টলেকের বিজেপি দফতরে হওয়ার কথা। তবে আগামীকাল সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে বৈঠক বসবে বলে খবর। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumdar), সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি জেলা সভাপতি ও সাংসদ, বিধায়কদেরও থাকার কথা রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ সাতসকালে অ্যাকশনে ED! ৫ জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির! এবার কোন দুর্নীতি কাণ্ডে?

উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে বৈঠক করতে দেখা যায় দিলীপ ও রিঙ্কুকে। দাবানলের মতো ছড়াতে থাকে তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা। যদিও সেই জল্পনায় ইতি টেনেছেন পদ্ম নেতা নিজে। তবে এই নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপড়েন অব্যাহত।

বঙ্গ বিজেপির একাধিক নেতা মমতা-দিলীপ সাক্ষাৎকে ভালোভাবে নেননি। প্রকাশ্যেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করেন তাঁরা। পাল্টা জবাব দিয়েছেন দিলীপও। এই আবহে দিলীপকে নিয়ে মন্তব্যের বিষয়ে রাজ্য বিজেপি দলের নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছে বলে খবর।

BJP Dilip Ghosh

এসবের মাঝেই মঙ্গল ও বুধবার বৈঠকে বসছে বিজেপি (Bharatiya Janata Party)। আগামীকালের বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলে খবর। বুথস্তরে দলের সংগঠনের অবস্থা কেমন? এই নিয়েও পর্যালোচনার কথা আছে বলে জানা যাচ্ছে। এছাড়া এখনও চার জেলার সভাপতিদের নাম ঘোষণা বাকি। সেই বিষয়েও আলোচনা হতে পারে।

অন্যদিকে যাকে নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপড়েন, সেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই বৈঠকের বিষয়ে জানতেন না বলে খবর। আজ ও আগামীকালের বৈঠকে কী কী আলোচনা হয়, কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এবার দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X