বাংলা হান্ট ডেস্কঃ গত মার্চ মাসে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে ‘টাকার পাহাড়’ উদ্ধার হয়েছিল। যার জেরে বিচারব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) ‘ফুল কোর্ট’ বৈঠকে স্থির হয়, শীর্ষ আদালতের সকল বিচারপতিদের সম্পত্তির হিসেব সামনে আনা হবে। এবার সেই অনুযায়ী প্রধান বিচারপতি সহ, পরবর্তী প্রধান বিচারপতি সহ মোট ২১ জন জাস্টিসের সম্পদের তালিকা সামনে আনা হল।
সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হয়েছে
বর্তমানে এদেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা। এরপর সিজেআইয়ের দায়িত্ব যাবে বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। ইতিমধ্যেই এই দু’জনের সম্পত্তির হিসেব প্রকাশ্যে আনা হয়েছে। জমি, বাড়ি থেকে গাড়ি, মোট কত সম্পদের মালিক শীর্ষ আদালতের বিচারপতিরা? সামনে আনা হয়েছে সেই তথ্য।
সুপ্রিম কোর্টে বর্তমানে ৩৩ জন বিচারপতি রয়েছেন। তাঁদের মধ্যে ২১ জনের সম্পত্তির হিসেব শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাঁদের স্থাবর, অস্থাবর সব ধরণের সম্পত্তির বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ হিন্দু বলে বাবা-ছেলেকে খুন? মুর্শিদাবাদের ঘটনায় CBI তদন্তের দাবি! বড় পদক্ষেপ নিল পরিবার
শীর্ষ আদালতের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে, সিজেআই খান্নার দিল্লিতে একটি ৩বিএইচকে ও একটি ৪বিএইচকে ফ্ল্যাট রয়েছে। স্থায়ী আমানত সহ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা আছে। সেই সঙ্গেই জিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৮৯ হাজার টাকা ও পিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার টাকা রয়েছে। একটি মারুতি সুইফট গাড়িও রয়েছে এদেশের প্রধান বিচারপতির।
সিজেআই খান্নার অবসরের পর এদেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন বিচারপতি গাভাই (Jusice BR Gavai)। তিনি কত সম্পত্তির মালিক? সেই তথ্যও শীর্ষ আদালতের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের অমরাবতীতে একটি পৈতৃক বাড়ি রয়েছে। উত্তরাধিকার সূত্রে সেই বাড়ি পেয়েছেন তিনি। সেই সঙ্গেই নয়াদিল্লি ও মুম্বইয়ের বান্দ্রায় ফ্ল্যাট রয়েছে এদেশের পরবর্তীর প্রধান বিচারপতির। এর পাশাপাশি অমরাবতী ও নাগপুর মিলিয়ে তাঁর তিনটি চাষের জমিও আছে।
জানা যাচ্ছে, বিচারপতি গাভাইয়ের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মোট ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৮৪ টাকা আছে। জিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৬ টাকা ও পিপিএফ অ্যাকাউন্টে ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা রয়েছে। সেই সঙ্গেই তাঁর কাছে কিছু নগদ টাকাও আছে।
সুপ্রিম কোর্টে বর্তমানে দু’জন বাঙালি বিচারপতিও রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা অবধি জাস্টিস জয়মাল্য বাগচিদের (Justice Joymalya Bagchi) সম্পদের হিসেব প্রকাশ্যে আসেনি। এখনও অবধি ৩৩ জন বিচারপতির মধ্যে ২১ জনের সম্পত্তির বিবরণ সামনে এনেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, চলতি মে মাসেই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বিচারপতি সঞ্জীব খান্না। এরপর এই দায়িত্ব পাবেন বিচারপতি বি আর গাভাই। এই দু’জনই কত সম্পত্তির মালিক তা শীর্ষ আদালতের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।