বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলায় পাকিস্তান (Pakistan) যোগের প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারপরেও ক্রমাগত ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলতে দেখা যাচ্ছে পাকিস্তানের একাধিক রাজনৈতিক নেতাদের। কিন্তু এবারে ভিন্ন সুর তুলে চর্চার কেন্দ্রের উঠে আসলেন পাকিস্তানের অন্যতম খ্যাতনামা মসজিদের ইমাম। পাকিস্তানের (Pakistan) লাহৌরের লাল মসজিদের ইমাম মওলানা আব্দুল আজিজ সম্প্রতি মন্তব্য করেন, পাকিস্তানের তুলনায় ভারতে ইসলামের অবস্থা ভালো। এমনকি তিনি যুদ্ধ চান না বলেও মন্তব্য করেন।
পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেই বিষ্ফোরক লাল মসজিদের ইমাম
ভারত পাকিস্তানের (Pakistan) মধ্যে যুদ্ধের আবহের মধ্যেই নিজের অনুগামীদের সঙ্গে কথা বলেন লাল মসজিদের ইমাম। জানা যাচ্ছে, ইমাম প্রশ্ন করেছিলেন, যদি ভারত পাকিস্তানের (Pakistan) মধ্যে যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের পক্ষে কতজন থাকবেন? কোনো সূত্র বলছে, উত্তরে নাকি খুব কমই হাত উপরে উঠেছিল। আবার কোনো সূত্র বলছে, একটি হাতও নাকি উপরে ওঠেনি। তখন ইমাম বলেন, ‘এর অর্থ হল আপনারা এখন বুঝতে শুরু করেছেন’।
যুদ্ধের বিপক্ষে ইমাম: জানা যাচ্ছে, ইমাম বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ইসলামের যুদ্ধ নয়। পাকিস্তানের যুদ্ধ জাতীয়তাবাদের জন্য। পাকিস্তানে (Pakistan) বর্তমানে চলছে ‘জালিম’দের শাসন। ইমাম স্পষ্ট বলেন, হিন্দুস্তানে এত জুলুম নেই যতটা এখন পাকিস্তানে হচ্ছে। ভারতের লাল মসজিদ এবং ওয়াজিরিস্তানে কখনো বোমা হামলা করেননি বলেও মন্তব্য করেন মওলানা আব্দুল আজিজ।
MUTINY IN PAKISTAN‼️
Deobandi cleric Maulana Abdul Aziz STUNS establishment:
Not a single hand raised when he asked for support in an India-Pak war.
He declared: “India never bombed Lal Masjid or Waziristan — Pakistan did!”
Baloch, Pashtuns, PTI workers now rising against… pic.twitter.com/RlAPPEwVcu
— Pradeep Bhandari(प्रदीप भंडारी) (@pradip103) May 5, 2025
আরো পড়ুন : ৫৪ বছর পর ফের এল নির্দেশ, যুদ্ধের আবহে দেশজুড়ে ‘মক ড্রিল’এর প্রস্তুতি, ঠিক কী কী হবে আগামীকাল?
পাক সেনাবাহিনীকে নিশানা ইমামের: পাকিস্তান তথা পাকবাহিনীর সমালোচনা করে মওলানা আব্দুল আজিজ বলেন, পাকিস্তান (Pakistan) সেনাবাহিনী বালোচ, পাখতুন, তেহরিক-ই-ইনসাফের কর্মীদের উপরে জুলুম করছে। প্রতিদিন অত্যাচার করা হচ্ছে তাদের উপরে। জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গায়েব করে দেওয়া হচ্ছে। রোজ অন্যায় করে পাকিস্তান (Pakistan) আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে। এদিকে ভারতে ইসলামের অবস্থা পাকিস্তানের থেকে অনেক ভালো বলে মন্তব্য করেন ইমাম।
আরো পড়ুন : ‘চাইলেই জেলে ঢোকাতে পারেন’, মুর্শিদাবাদের ঘটনায় প্রতিবাদ করে গ্রেফতারির আশঙ্কা, ‘ভয়ে’ কার্তিক মহারাজ
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সমর্থন না করার কথা বলেছেন মওলানা আব্দুল আজিজ। উল্লেখ্য, পাকিস্তানের মুসলিমদের কাছে লাল মসজিদ এবং তার ইমামের প্রভাব অত্যন্ত বেশি বলেই জানা যায়। তবে লাল মসজিদ দীর্ঘদিন ধরে চরমপন্থী কার্যকলাপের জন্য রয়েছে চর্চায়। অন্যদিকে ইমাম মওলানা আব্দুল আজিজ এর আগেও আলোচনায় এসেছেন বিতর্কিত মন্তব্যের জেরে। তবে পাকিস্তানের মুসলিমদের মধ্যে ইমামের গভীর প্রভাব আছে বলেই জানা যায়।