প্রবল ঝড়-বৃষ্টি! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাণ্ডব, আবহাওয়ার আপডেট জেনে নিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। তবে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তা। এরই মধ্যে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার ও আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায়।

ঝড়-বৃষ্টি জেলায় জেলায় | South Bengal Weather

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি চলছে একাধিক জেলায়। আজ কালবৈশাখীর অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতও হতে পারে। বৃষ্টি হবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতেও।

south bengal weather

একাধিক জেলায় বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দু’দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

মঙ্গলবার বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি কলকাতাতেও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় কমেছিল। তবে বুধবার থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে পারদ।

Rainfall storm in Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update

আরও পড়ুন: “টুকরো টুকরো হবে ভারত”, দিল্লি দখলের অঙ্গীকারে একসাথে হাত মেলাল লস্কর-জইশ-হামাস

বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের যেহেতু বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে ফলত ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে।

ভিডিও দেখুন: https://youtu.be/AaX86_tUwDg?si=ycvBGxQ70CdDhk8h

যদিও উত্তরবঙ্গে (North Bengal Weather) ১০ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ সব একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একইসাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X