বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। তবে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তা। এরই মধ্যে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার ও আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায়।
ঝড়-বৃষ্টি জেলায় জেলায় | South Bengal Weather
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি চলছে একাধিক জেলায়। আজ কালবৈশাখীর অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতও হতে পারে। বৃষ্টি হবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতেও।
একাধিক জেলায় বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দু’দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
মঙ্গলবার বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি কলকাতাতেও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় কমেছিল। তবে বুধবার থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে পারদ।
আরও পড়ুন: “টুকরো টুকরো হবে ভারত”, দিল্লি দখলের অঙ্গীকারে একসাথে হাত মেলাল লস্কর-জইশ-হামাস
বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের যেহেতু বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে ফলত ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/AaX86_tUwDg?si=ycvBGxQ70CdDhk8h
যদিও উত্তরবঙ্গে (North Bengal Weather) ১০ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ সব একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একইসাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।