অপেক্ষার অবসান! ফের রাজ্য সরকারি কর্মীদের DA বাড়াল সরকার! এবার কত শতাংশ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, বিগত কয়েক মাসে একাধিক সরকার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর দিয়েছে। রাজ্য বাজেটের সময় বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ৪% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরপর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২% হারে ডিএ (DA) বাড়ানো হয়। এরপর সেই পথে হেঁটে আরও একাধিক রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। ফের মিলল এমনই একটি সুখবর।

কবে থেকে বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এদেশের বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান। অরুণাচল প্রদেশের নামও রয়েছে সেই তালিকায়। এবার সেখানকার সরকারই ২% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল। ফলে এবার থেকে সেখানকার রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা কেন্দ্রীয় হারে তথা ৫৫% হারে ডিএ পাবেন। মে মাস থেকেই নয়া হারে ডিএ, ডিআর বেতন ও পেনশনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।

এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। সেই সঙ্গেই বলেন, সরকারি কর্মী ও পেনশনভোগীদের কল্যাণে রাজ্য সরকারের (Government of Arunachal Pradesh) প্রতিশ্রুতির প্রতিফলন এই সিদ্ধান্ত। এর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, রাজ্য সরকারি কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে এই সিদ্ধান্তের প্রতিদান দেবেন।

আরও পড়ুনঃ রাজ্যে এবার ৭০টি মহকুমা! নতুন কোনটি? মুর্শিদাবাদ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ডিএ বৃদ্ধির (DA Hike) সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের অধীন কর্মরত অল ইন্ডিয়া সার্ভিসেস অফিসারদের সুরাহা হবে। সেই সঙ্গেই অরুণাচল প্রদেশ সরকারের ডেপুটেশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Central Government employees Dearness Allowance DA hike AICPI index update

অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, বর্তমানে তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। গত এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার। এছাড়া সুপ্রিম কোর্টে ঝুলছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বুধবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি রয়েছে। সেখানে কী নির্দেশ আসে সেদিকে নজর রয়েছে সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X