বাংলাহান্ট ডেস্ক : সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের (Madhyamik) ফলাফল। পশ্চিমবঙ্গের বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য গত ২ রা মে প্রকাশিত হয়েছে ফল। আর দুর্ধর্ষ রেজাল্ট করে চর্চায় উঠে এসেছেন আসানসোলের থৈবি মুখোপাধ্যায়। কিন্তু নিজের চোখে সেই রেজাল্ট দেখে যেতে পারেননি তিনি। ফলাফল প্রকাশের আগেই লিভার জন্ডিসে মর্মান্তিক মৃত্যু হয় থৈবির। তাঁর তাঁর এত ভালো রেজাল্ট দেখে কান্নায় ভাসেন পরিবার, আত্মীয়রা। এবার থৈবির জন্য বড় ঘোষণা আসানসোল দক্ষিণের বিজেপি সরকার অগ্নিমিত্রা পল।
মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থী প্রয়াত থৈবির নামে স্কলারশিপ
আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন থৈবি। মাধ্যমিকে (Madhyamik) তাঁর মোট প্রাপ্ত নম্বর ৬৭৪। স্কুলের মধ্যে এবারে টপার হয়েছিলেন থৈবি। গোটা জেলায় মেয়েদের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর সর্বোচ্চ। এত ভালো ফলাফল করেও তা দেখে যেতে পারেননি তিনি। নাতনির ছবি বুকে চেপে চোখের জল থামাতে পারছেন না থৈবির দাদু ঠাকুমা।
ফলাফল প্রকাশের আগেই মৃত্যু থৈবির: প্রসঙ্গত গত ১৬ ই এপ্রিল জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় থৈবি মুখোপাধ্যায়ের। নিজের এত ভালো ফলাফল (Madhyamik) সে নিজের চোখে দেখে যে পারেননি। ফলাফল প্রকাশ পেতেই শোকের পরিবেশ আসানসোলে। খবর পেতেই আসানসোলের ইসমাইলের খৈরির বাড়িতে পৌঁছেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
আরো পড়ুন : ‘চাইলেই জেলে ঢোকাতে পারেন’, মুর্শিদাবাদের ঘটনায় প্রতিবাদ করে গ্রেফতারির আশঙ্কা, ‘ভয়ে’ কার্তিক মহারাজ
স্কলারশিপ চালুর কথা জানান অগ্নিমিত্রা: থৈবির পরিবারের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। তারপরেই তিনি জানান, থৈবির নামে একটি স্কলারশিপের ব্যবস্থা করা হবে। বিধায়কের কথায়, অসুস্থ অবস্থায় পরীক্ষা (Madhyamik) দিয়েও এত ভালো ফল করে আসানসোলের মানুষের মুখ উজ্জ্বল করেছে থৈবি। অসুস্থ না হলে হয়তো স্ট্যান্ড করত। অগ্নিমিত্রা বলেন, থৈবির বাড়িতে গিয়েছিলেন তিনি। সকলে ভেঙে পড়েন তাঁরা। তবে থৈবির নামে একটি স্কলারশিপ শুরু করতে চলেছেন তিনি।
লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে প্রয়াত হন থৈবি। তাঁর ছবি বুকে জড়িয়ে দাদু ঠাকুমার কান্না চোখে জল এনে দিয়েছে সকলেরই। অসুস্থ থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়ে এত ভালো ফলাফল করেছেন তিনি। অনেকেই বলছেন, সুস্থ থাকলে নিশ্চয়ই মেধাতালিকায় নাম তুলতেন থৈবি।