বাংলাহান্ট ডেস্ক : দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের। পরপর দুটি ঘটনায় হঠাৎ করেই বিজেপিতে তাঁর অবস্থান এবং সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে বিয়ে আর তারপর দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া, এই দুই সিদ্ধান্তেই কার্যত দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। তবে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সতর্ক করে দিলেন, দিলীপ ইস্যুতে আর দলের বাইরে কোনো মন্তব্য নয়, যা বলার দলের অন্দরেই বলতে হবে।
দিলীপ ঘোষ ইস্যুতে দলকে বার্তা সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)
মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে শুরু হয়েছে দুদিনের বৈঠক। আর এদিনই দলকে সতর্ক করে দিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রুদ্ধদ্বার বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দিলীপ ঘোষকে নিয়ে প্রকাশ্যে আর কোনো রকম মন্তব্য করা যাবে না। যা বলার দলের অন্দরেই বলতে হবে। কোনো রকম বেফাঁস মন্তব্য করা যাবে না।
দলের অন্দরে বিতর্কের মুখে দিলীপ: ওয়াকিবহাল মহল বলছে, বিতর্কের আঁচ তখনই লেগেছিল যখন দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জন শোনা যায়। তখন অবশ্য দলের কয়েকজন নেতৃত্ব প্রাক্তন রাজ্য সভাপতির বিয়েতে উপস্থিত হলেও অনেকেই নীরব থাকাই ঠিক মনে করেছিলেন। কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই স্ত্রীকে নিয়ে সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করার ঘটনায় বাঁধ ভাঙে ধৈর্য্যের।
কী বার্তা দিলেন সুকান্ত: ওইদিনই প্রকাশ্যে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন সৌমিত্র খাঁ, অশোক দিন্দা, তরুণজ্যোতি তিওয়ারিরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন। আর এবার দলের বাকি সদস্যদের উদ্দেশেও ‘সংযত’ হওয়ার বার্তা দিলেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম, প্রয়াত থৈবির নামে এবার চালু হচ্ছে স্কলারশিপ
এদিন তিনি বলেন, “দলের সবার কাছে অনুরোধ, দিলীপ ঘোষ ইস্যুতে যা বলার দলের ভেতরে বলুন, বাইরে কেউ কোনো মন্তব্য করবেন না। এদিন অবশ্য বৈঠকে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। এ বিষয়ে সুকান্ত মজুমদার মজুমদার বলেন, আজ তো কোনো বৈঠক ছিল না। আগামীকাল ডাকা হবে নিশ্চয়ই।