বাংলাহান্ট ডেস্ক : বলিউডের একাধিক তারকাদের দৌলতে মেট গালা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের মধ্যেও। আন্তর্জাতিক ফ্যাশনের এই মেগা ইভেন্টে বিগত কয়েক বছর ধরেই অংশ নিচ্ছেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন থেকে আলিয়া ভাটরা তাঁদের ফ্যাশন সেন্সের পরিচয় দিয়েছেন মেট গালার রেড কার্পেটে। এবার তালিকায় নতুন যুক্ত হয়ে রেকর্ড গড়লেন কিয়ারা আডবানী (Kiara Advani)।
মেট গালায় অভিষেক করলেন কিয়ারা (Kiara Advani)
ভারতীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে শুরু হয় মেট গালা ইভেন্ট। চোখ ধাঁধানো সাজ পোশাকে একে একে ‘নীল’ কার্পেটে উপস্থিত হন দেশবিদেশের খ্যাতনামা তারকারা। এবারের মেট গালার দিকে বিশেষ ভাবে নজর ছিল ভারতীয়দের। আর হবে নাই বা কেন, এবারেই যে প্রথম এই ফ্যাশন ইভেন্টে ডেবিউ করলেন শাহরুখ খান। প্রথম কোনো ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অংশ নিয়ে ইতিহাস গড়েছেন কিং খান। তবে তিনি একাই ইতিহাসের অংশ হননি। নতুন রেকর্ড গড়েছেন কিয়ারাও (Kiara Advani)।
প্রথম বার বেবিবাম্প দেখালেন নায়িকা: বর্তমানে অন্তঃসত্ত্বা কিয়ারা (Kiara Advani)। তবে তার জন্য অবশ্য তাঁর মেট গালা স্বপ্ন আটকে যায়নি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই নীল কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিউ ইয়র্কের হোটেল থেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল কিয়ারাকে (Kiara Advani)। আর এবার থিম অনুযায়ী সেজে প্রথম বার নীল কার্পেটে বেবি বাম্প দেখালেন নায়িকা।
আরো পড়ুন : মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম, প্রয়াত থৈবির নামে এবার চালু হচ্ছে স্কলারশিপ
কেমন সেজেছিলেন কিয়ারা: কালো অফ শোল্ডার গাউনের সঙ্গে সোনালি ব্রেস্টপ্লেটে সেজেছিলেন কিয়ারা। জানা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা কিয়ারার জন্যই স্পেশাল পোশাক ডিজাইন করেন, যাতে সোনালি রঙের জড়িতে মা এবং শিশুর নাড়ির টানের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এই লুকে নীল কার্পেটে ঝড় তুলে দিয়েছিলেন কিয়ারা (Kiara Advani)। তবে অনেকে আবার তাঁর সঙ্গে ঐশ্বর্যর ৭৭ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের একটি লুকের মিল খুঁজে পেয়েছেন।
আরো পড়ুন : দিলীপ ঘোষ ইস্যুতে ‘সংযত’ হওয়ার বার্তা, ‘বেফাঁস মন্তব্য করবেন না’, দলকে হুঁশিয়ারি সুকান্তর
এর আগেই আন্তর্জাতিক বিনোদুনিয়ার খ্যাতনামা মঞ্চ কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক হয়েছে কিয়ারার (Kiara Advani)। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে ভারতের হয়ে কানে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। আর এবার প্রথম বার কোনো অন্তঃও অভিনেত্রী হিসেবে মেট গালায় ডেবিউ করে রেকর্ড তৈরি করলেন কিয়ারা।