দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি, গুরুতর চোট পেয়ে ICU-তে পবনদীপ! চর্চিত প্রেমিকা অরুণিতা লিখলেন…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোমবার সকালেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় গায়ক পবনদীপ রাজন (Pawandeep Rajan)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে তাঁর। গুরুতর চোট পেয়েছেন পবনদীপ। তাঁকে ভর্তি করা হাসপাতালে। এবার প্রিয় ‘বন্ধু’র জন্য বিশেষ বার্তা দিলেন গায়িকা অরুণিতা কাঞ্জিলাল।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন পবনদীপ (Pawandeep Rajan)

সোমবার সকালে উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ে পবনদীপের গাড়ি। তখন গাড়ির মধ্যে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু। জাতীয় সড়কে হঠাৎ করেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে পবনদীপের (Pawandeep Rajan) গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির একটা বড় অংশ। গুরুতর আহত হন গায়ক। জানা গিয়েছে, হাত এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে তাঁর। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

What did arunita say about pawandeep rajan

আইসিইউতে রয়েছেন গায়ক: সূত্রের খবর বলছে, টানা ছয় ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে পবনদীপের (Pawandeep Rajan)। তারপরেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। আগামী তিন দিন তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন। গায়কের শারীরিক পরিস্থিতি বুঝে তারপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন চিকিৎসকরা। গায়কের এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় রয়েছেন ভক্তরা। বিশেষ বার্তা দিয়েছেন অরুণিতা।

আরো পড়ুন : দিলীপ ঘোষ ইস্যুতে ‘সংযত’ হওয়ার বার্তা, ‘বেফাঁস মন্তব্য করবেন না’, দলকে হুঁশিয়ারি সুকান্তর

কী বললেন অরুণিতা: অরুণিতা কাঞ্জিলাল এর ফেসবুক প্রোফাইল থেকে একটি পুরনো ছবি শেয়ার করা হয়েছে। সেখানে পবনদীপের (Pawandeep Rajan) এবং অরুণিতা কে একসঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও হাসপাতালের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘সবাই প্রার্থনা করুন পবনদীপ (Pawandeep Rajan) যেন সুস্থ হয়ে ফিরে আসেন’। তবে জানিয়ে রাখি, এটি অরুণিতার ব্লু টিক ভেরিফায়েড প্রোফাইল নয়। গায়িকা নিজে পবনদীপকে নিয়ে এখনও মুখ খোলেননি।

আরো পড়ুন : কিং খানেই মাত নেটপাড়া, বেবিবাম্প দেখিয়ে নীল কার্পেটে হেঁটে রেকর্ড কিয়ারার!

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল ১২ এ একসঙ্গে অংশ নিয়েছিলেন পবনদীপ অরুণিতা। সেখানে বাংলার মেয়েকে হারিয়ে প্রথম হন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ। সে সময় থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে প্রেমের কথা সবসময় অস্বীকার করেছেন তাঁরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X