দেশজুড়ে যুদ্ধকালীন মহড়া! বাড়িতে রাখুন টর্চ-মেডিক্যাল কিট-টাকা, মক ড্রিলের সময়ে কী কী করবেন?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তানকে জবাব দিতে ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই আগামী ৭ মে অর্থাৎ বুধবার দেশের ২৪৪ টি জেলায় সম্পন্ন হবে মক ড্রিল (Mock Drill)। মূলত, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে সেই সময়ে নাগরিকদের কীভাবে সুরক্ষা প্রদান করা হবে সেই প্রস্তুতি যাচাই করার লক্ষ্যেই সম্পন্ন হবে এই মহড়া।

৭ মে হতে চলেছে মক ড্রিল (Mock Drill):

মক ড্রিলের (Mock Drill) ১০ টি পদক্ষেপ:
১. বিমান হামলার সতর্কতা হিসেবে বাজানো হবে সাইরেন
২. কিছু কিছু জায়গায় মোবাইল সিগন্যাল ব্যাহত হবে
৩. হামলার সময়ে অসামরিক নাগরিকদের উদ্ধারের প্রশিক্ষণ
. মক ড্রিলের সময়ে সাময়িক ব্ল্যাকআউট সম্পন্ন হবে
৫. গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলিতে শত্রুর দৃষ্টি এড়ানোর জন্য ব্ল্যাকআউট করা হবে

What to do during mock drill.

৬. ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে খালি করা হবে এবং সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার মহড়া চালানো হবে
৭. জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য পড়ুয়া এবং সিভিল ডিফেন্সকে ট্রেনিং দেওয়া হবে
৮. গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি লুকনোর পাশাপাশি কন্ট্রোল রুমের যোগাযোগ সরঞ্জাম পরীক্ষা করা হবে
৯. এয়ার সাইরেনের শব্দ ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। এই ধরনের এয়ার সাইরেনে ১২০ থেকে ১৪০ ডেসিবেল শব্দ উৎপন্ন হবে
১০. বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্যামোফ্লেজের প্রস্তুতি

আরও পড়ুন: “BCCI-ও চায়…..”, টিম ইন্ডিয়ায় রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন গম্ভীর

মক ড্রিলের (Mock Drill) সময়ে কী কী করবেন?
১. দেশের ২৪৪ টি জেলায় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এয়ার সাইরেন।
২. আতঙ্কিত না হয়ে প্রথম সাইরেন বাজার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বাড়িতে কিংবা নিরাপদ স্থানে ঢুকে পড়া উচিৎ পাশাপাশি জানলা-দরজাও বন্ধ করে ফেলা প্রয়োজন
৩. যেখানে আশ্রয় নিচ্ছেন সেই স্থানের আলো নিভিয়ে ফেলা উচিত

আরও পড়ুন: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহেই বালোচিস্তানে ফের হামলা বিদ্রোহীদের, নিহত ৭ পাক সেনা

৪. হাতের কাছে রাখতে হবে টর্চ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র সহ মেডিক্যাল কিট
৫. ব্ল্যাকআউটের সময়ে ইলেকট্রনিক ডিভাইস কাজ নাও করতে পারে। এদিক থেকে সতর্ক থাকুন
৬. ব্যাহত হতে পারে ডিজিটাল লেনদেন পরিষেবা। তাই, অবশ্যই হাতে টাকা রাখুন
৭. কোনও গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X