পর পর তিন ম্যাচে জয় শ্রীলঙ্কার। মুখ কালো হলো বাংলাদেশের।
বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছিল বাংলাদেশ। ভেবেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে দুধের স্বাদ ঘোলে মেটাবে। সেই আশায় ছিল বাংলাদেশের সমর্থকরাও। কিন্তু হলো ঠিক উল্টো। বাংলাদেশ এই একদিনের সিরিজ হারল ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে পেয়ে বাংলাদেশ কে ধুয়ে দিল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচে জেতার জন্য মরিয়া বাংলাদেশ একাধিক পরিবর্তনও করলেও কিন্তু কোনও লাভ হয়নি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশকে টেক্কা দিয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ১২২ রানে হেরে মুখ কালো করতে হল বাংলাদেশকে।.
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছিল শ্রীলঙ্কা।সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। দলের ওপেনার তামিম ইকবাল এই ম্যাচে ক্যাচ আউট হলেন। এদিনও তামিম রান পেলেন না। বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেননি। সৌম্য সরকার ৬৯ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত কাজে আসেনি। লোয়ার অর্ডারে তাইজুল ইসলাম ৩৯ রান করে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। ১৭২ রানে সবকটি উইকেট হারিয়ে শেষ করে বাংলা দেশ
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]