ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা পাকিস্তানে, মৃত অন্তত ১৭ জন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত অন্তত ১৭ জন। মঙ্গলবার ভোরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর প্রশিক্ষণের একটি বিমান জনবসতি এলাকার ওপর ভেঙে পড়ে।

এই বিমান দুর্ঘটনায় ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জন বিমানকর্মীর। এ দুর্ঘটনায় প্রায় ১২ জন নাগরিক আহত হয়েছেন।

বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই দমকলের ইঞ্জিন সহ উদ্ধারকারী কর্মীরা ছুটে যায়। আহতদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন লেগে যাওয়ায় বেশিরভাগই আগুনে পুড়ে মারা গিয়েছেন।

বিমানটি কেন ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও সেনাবাহিনীর বিমান ভেঙে পড়ার আসল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

X