বাংলা হান্ট ডেস্কঃ শুরু করেছিল জঙ্গিরা, জবাব দিয়েছে ভারত। সপ্তাহ দুয়েক আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়। মৃত্যু হয় ২৬ জনের। মঙ্গলবার মধ্যরাতে তার বদলা নিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও শিক্ষা নেই পাকিস্তানের! বুধবারের পর বৃহস্পতিবারও গুলিবর্ষণ করছে পাক সেনা (Pakistan Army)।
ভারতের (Indian Army) ‘জবাবে’র পরেও শিক্ষা নেই পাকিস্তানের!
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই নানান মহল থেকে ‘প্রতিশোধে’র দাবি উঠছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাল্টা ফুঁসে উঠেছে পাকিস্তানও। বুধবার ভোররাতেই কাশ্মীরের নিরীহ, নিরস্ত্র গ্রামবাসীদের নিশানা করে পাক সেনা। যার ফলে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকালেও বজায় রয়েছে সেই ধারা।
এদিন ভোর থেকেই কুপওয়ারায় গুলির লড়াই চলছে বলে খবর। রিপোর্ট বলছে, আজও আমজনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনা। কোনও প্রকার প্ররোচনা ছাড়াই কুপওয়ারার (Kupwara) কারনা অঞ্চলে গুলি চালাচ্ছে তারা। পাল্টা প্রতিরোধ করছে ভারতীয় সেনা। এখনও অবধি কোনও হতাহতের খবর সামনে আসেনি।
আরও পড়ুনঃ ৫ জেলায় বাড়বে গরম! জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে?
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আগেই পাক যোগ সামনে এসেছিল। নিরীহ, নিরপরাধ পর্যটকদের ওপর এহেন হামলার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা। অভিযোগ ওঠে, ধর্ম জেনে খুন করেছে জঙ্গিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগেই জানিয়েছিলেন, অপরাধীদের কোনও ছাড় নেই। মঙ্গলবার মধ্যরাতে সেই ‘জবাব’ই দেওয়া হয়েছে।
বৈসরণে হামলা চালিয়ে একাধিক ভারতীয় নারীর সিঁথির সিঁদুর মুছেছিল জঙ্গিরা। এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে তার ‘বদলা’ নিল ভারতীয় সেনা (Indian Army)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। জানা যাচ্ছে, সেখানে অপারেশন সিঁদুরের বিষয়ে বিরোধীদের বিশদে জানানো হবে। সকাল ১১টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা।