বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও হামলার পাল্টা দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এদেশের সেনা (Indian Army)। প্রশংসায় ভরিয়েছে বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। তবে ব্যতিক্রম কবীর সুমন (Kabir Suman)। ‘আমি সম্পূর্ণভাবে যুদ্ধের বিরুদ্ধে’, স্পষ্ট জানান এই জনপ্রিয় গায়ক তথা সঙ্গীত পরিচালক।
কীসের অপারেশন সিঁদুর? প্রশ্ন কবীর সুমনের (Kabir Suman)
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। পরশু রাতে ২৬ জনের মৃত্যুর ‘বদলা’ নিয়েছে ভারতীয় সেনা। পাল্টা গর্জে উঠেছে পাকিস্তান। বাতাসে বারুদের গন্ধ পাচ্ছেন অনেকে! এই আবহে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন কবীর সুমন। স্পষ্ট জানালেন, তিনি যুদ্ধ বিরোধী মানুষ। যে বা যারাই শুরু করুক না কেন, তিনি এর বিরুদ্ধেই থাকবেন।
প্রবীণ গায়ক বলেন, ‘আমি সম্পূর্ণভাবে যুদ্ধের বিরুদ্ধে। সে যেই যুদ্ধ করুক, যারাই করুক আর যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী মানুষ। আমি তো আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা লিখেছিলাম। আজ সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সেই গান মনে পড়বে’।
আরও পড়ুনঃ DA নিয়ে খারাপ খবর! রাজ্য সরকারি কর্মীদের ‘আশা ভঙ্গ’ করলেন মুখ্যমন্ত্রী
কবীর সুমন এদিন বলেন, ‘দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য, প্রাণীদের জন্য প্রেম নেই’। সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, ‘এই দেশ যখন ভাগ হয়, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? দেশের কোনও মানুষের অনুমতি নেওয়া হয়েছিল? দেশের নেতারা কোনও সাধারণ মানুষের অনুমতি নিয়েছিল?’
গায়কের কথায়, একটা যুদ্ধ (War) হলে অস্ত্র চালনার জেরে এমন কত প্রাণ চলে যায় যারা এই পৃথিবীর কোনও ক্ষতিসাধন করেনি। কত গাছ জ্বলেপুড়ে শেষ হয়ে যায়। তিনি বলেন, ‘যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তাঁরা এই গাছ পুড়ে যাওয়া, গাছের সঙ্গে কত নিরীহ পোকামাকড়, পাখি মারা যাওয়া নিয়ে কোনও মন্তব্য করছেন না। জল বিষিয়ে যাচ্ছে। কারোর এই নিয়ে কোনও হেলদোল নেই’।
কবীর সুমন এদিন প্রশ্ন করেন, সিঁদুর দেখাচ্ছে? কীসের অপারেশন সিঁদুর? আর বেশি কিছু বলতে চাই না। এরপর আমার মুখ দিয়ে বাজে কথা বেরোবে! আমি ৭৭ বছরের একজন বৃদ্ধ। আমি পুরোপুরিভাবে এই ‘দেশপ্রেম’, এই যুদ্ধের বিরদ্ধে। একইসঙ্গে তিনি বলেন, ‘যে ধর্মের নামে যুদ্ধ হয়, সেই ধর্মকে আমি স্বীকার করি না। আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটনায়, আমি তাকে ধিক্কার জানাই’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এর প্রশংসা করেছেন। তবে ব্যতিক্রম গায়ক কবীর সুমন (Kabir Suman)। সম্পূর্ণভাবে যুদ্ধের বিপক্ষে, জানিয়ে দিয়েছেন তিনি।