বাংলা হান্ট ডেস্ক
সাম্প্রতিক একাধিক অভিযোগ ভিত্তিতে এবার নড়েচড়ে বসলো কেন্দ্রে মোদি সরকার, সূত্রের খবর আগামী অধিবেশনে পার্লামেন্টে বেসরকারি কর্মচারীদের জন্য বিল আনতে চলেছে, সেই বিলে মূলত দুটি বিষয় নজর দেওয়া হয়েছে। একটি আট ঘণ্টার বেশি যেন কোন কর্মচারী কাজ না করে এবং নির্দিষ্ট বেতনভুক্ত করতে হবে।
কারণ একাধিক বেসরকারি কোম্পানি অধিক সময় কাজ করিয়ে নেয় এবং তার জন্য উপযুক্ত বেতন দেয় না। বেশি সময় কাজ করলে কর্মচারীর যেমন মানসিক ও শারীরিক চাপ বাড়ে, ফলে জীবনের চলার পথে চেয়ে শক্তি দিন দিন ক্ষয় হতে থাকে এবং বুদ্ধির বিকাশ পায় দাবী বিশেষজ্ঞদের।
একাধিক সমীক্ষা করে দেখেছে অধিক সময় কাজ করলে মাথার উপর অতিরিক্ত চাপ পড়ে ফলে কর্মক্ষেত্রে সাথে তার মানসিকতার দূরত্ব তৈরি হয় এবং আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন বেসরকারি কর্মচারী যে পরিমাণ মাইনের দরকার সেই পরিমাণ তাকে দেওয়া হয় না। কম টাকায় বেশি সময় কাজ করিয়ে বিপুল মুনাফা অর্জন করে বেসরকারি সংস্থাগুলো। বিলে থাকতে পারে বিদেশ থেকে যে সমস্ত কোম্পানি ভারতবর্ষের ব্যবসা করবে তাদের মধ্যে অর্ধেকের বেশি ভারতীয় কে কর্মসংস্থান দিতে হবে কারণ একাধিক বড় কোম্পানি দেখা গেছে তারা বিদেশ থেকে ভারতে এসে ব্যবসা করে কিন্তু কোন ভারতীয় কে চাকরি দেয় না ফলে একাধিক চাপের মধ্যে পড়তে হয় ভারতীয়দের৷ যদি এই বিল কার্যকর করে তাহলে সমাজে দুর্নীতি কিছুটা হলেও বন্ধ হবে এবং যে সমস্ত ব্যক্তিরা সঠিক মূল্য পেত না তা এবার খেতে পারবে। এছাড়াও এই বিলে আরো কয়েকটি বিষয় উল্লেখ থাকতে পারে যেমন যদি কোন বেসরকারি কোম্পানি এই বিলের অমান্য করে তাহলে সেই কর্মচারী সরাসরি সরকারকে অভিযোগ জানাতে পারে এবং এই কোম্পানিকে সরকার তাদের নিয়ম অনুসারে বহিষ্কার করতে পারে বা বিপুল অঙ্কের জরিমানা করতে পারে।
মোদী সরকার যদি আগামী অধিবেশনে এই বিল কার্যকর করে তাহলে দেশের বেসরকারি যুবক যুবতীদের জন্য নতুন দিশা হবে, কারণ যেভাবে দিনের পর দিন বাজার মূল্য বাড়ছে তাতে বেসরকারি কর্মচারীদের মাথায় হাত। সেই পরিপ্রেক্ষিতে এবার কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই কোম্পানির বিল আসার ফলে কার্যকর হওয়ার ফলে প্রচুর ভারতীয় যারা বিদেশে গিয়ে কাজ করছেন তারা দেশে আসবেন এবং দেশের উন্নয়নের সামিল হবেন। এখন দেখার বিষয় কবে এই বিল আনে মোদি সরকার। এই বিলের কার্যকর করার জন্য যে সমর্থন দরকার তা মোদি সরকারের আছে এখন দেখার বিষয় এই বিলের ফলে বাণিজ্যিক মহলে কি প্রভাব পড়ে কিন্তু একাধিক উন্নতশীল দেশ গুলোতে এই রকম বিল তাদের দেশে কার্যকর করা আছে। ফলে সেইসব দেশের প্রত্যেক নাগরিক উন্নতির সাথে সাথে দেশের উন্নতও হবে। ভারত যেহেতু এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তাই তারা এই বিলের আনার ব্যাপারে উদ্যাগ নিতে পারে এবং কার্যকর করা হলে দেশের কর্মসমস্থান বিপুল সুবিধা হবে। সঠিক মূল্যদেশের কাজ সমিল হবে নতুন নতুন ছেলে মেয়েরা৷