বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand)। গঙ্গোত্রী যাওয়ার পথে উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ চালক সহ সাত জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুজনকে উদ্ধার করা গেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই উত্তরকাশী জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসার শার্দুল সিং। উদ্ধারপর্ব চলছে জোরকদমে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে প্রশাসনিক এবং মেডিকেল টিম।
উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৫ জন
গঙ্গনানীর কাছে উত্তরকাশীতে এদিন ভেঙে পড়ে হেলিকপ্টারটি। জানা যাচ্ছে, কপ্টারে মোট সাত জন ছিলেন। দেরাদুন থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। ঠিক হয়েছিল হরসিল হেলিপ্যাডে নেমে সেখান থেকে সড়কপথে যাওয়া হবে গঙ্গনানী। কিন্তু মাঝপথেই ভেঙে পড়ে কপ্টার।
জোরকদমে চলছে উদ্ধারকাজ: গাড়ওয়াল ডিভিশনাল কমিশনার বলেন, খবর এসে পৌঁছানো মাত্র উদ্ধারকারী এবং মেডিকেল টিম রওনা হয় দুর্ঘটনা স্থলের উদ্দেশে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, রাজ্য প্রশাসন এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। ঘটনার তদন্ত এবং আহতদের সব রকম ভাবে সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিস্তারিত তথ্য এখনো এসে পৌঁছায়নি।
On the helicopter crash in Uttarkashi district, Uttarakhand CM Pushkar Singh Dhami says, “SDRF and district administration teams have immediately reached the spot for relief and rescue work. I have instructed the administration to provide all possible help to the injured and… pic.twitter.com/9144lKgxgr
— ANI (@ANI) May 8, 2025
আরো পড়ুন : গোটা মুখ ফোলা, হাসতেও কষ্ট হচ্ছে, হাসপাতাল থেকে ভাইরাল পবনদীপের ছবি
চারধাম যাত্রায় আঁটোসাঁটো নিরাপত্তা: প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। প্রতি বছর এই সময়ে উত্তরাখণ্ডে (Uttarakhand) দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ভিড় জমায়। কিছুদিন আগেই ঘটে যাওয়া পহেলগাঁও হামলার পরপর চারধাম যাত্রা শুরু হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। প্রশাসন, পুলিশকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন : সাতসকালে পরপর বিষ্ফোরণ, ধোঁয়ায় ঢাকল আকাশ, যুদ্ধের সাইরেনের মাঝে হুলুস্থুল কাণ্ড লাহোরে
পহেলগাঁও হামলার আবহেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এমতাবস্থায় দেশের সর্বত্রই নিরাপত্তা আরো কড়া হয়েছে। চারধাম যাত্রাতেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে খবর।