আরও বাড়ল পাকিস্তানের চাপ! ভারতের পাশে দাঁড়াল এই মুসলিম দেশ, কী জানালেন জয়শঙ্কর?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে নৃশংস জঙ্গি হামলার পরেই রীতিমত গর্জে ওঠে সমগ্র ভারত (India)। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, ওই সন্ত্রাসবাদী হামলায় পাক জঙ্গি গোষ্ঠীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত।

পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত (India):

শুধু তাই নয়, ইতিমধ্যেই পাকিস্থানে প্রত্যাঘাত করার লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে “অপারেশন সিঁদুর”। যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটিকে ভারত (India) গুঁড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাহেলগাঁও হামলার তুমুল সমালোচনা করে বিশ্বের একাধিক দেশ। শুধু তাই নয়, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে বিভিন্ন দেশ ভারতের পাশে থাকারও আশ্বাস দিয়েছে।

সেই রেশ বজায় রেখেই অপারেশন সিঁদুরের পরের দিনই ভারতের (India) বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করলেন সৌদি আরবের বিদেশ মন্ত্রী আদেল আলজুবেইর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকালে সৌদি আরবের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক সম্পন্ন করেন এস. জয়শঙ্কর। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি পোস্ট “এক্স” মাধ্যমে সামনে এনেছেন ভারতের বিদেশ মন্ত্রী।

আরও পড়ুন: “অপারেশন সিঁদুর”-এর পরেই পাকিস্তানের দিক থেকে গোলাবর্ষণ! মৃত ১৫ জন সাধারণ নাগরিক, আহত ৪৩

যেখানে জয়শঙ্করকে সৌদি আরবের বিদেশ মন্ত্রী আদেল আলজুবেইরের সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বৈঠকের মূল লক্ষ্য ছিল আতঙ্কবাদের বিরুদ্ধে ভারত (India) যে দৃঢ়তার সাথে মোকাবিলা করতে চায় সেই দৃষ্টিকোণকেই সৌদি আরবের বিদেশ মন্ত্রীর সাথে ভাগ করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বোমা মেরে ওড়ানো হবে ইডেন গার্ডেন্স? অপারেশন সিঁদুরের দিনেই মিলল হুমকি, হইচই শহরে

এছাড়াও, ভারত (India) যে, নিজেকে রক্ষা করার লক্ষ্যে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতেই সাম্প্রতিক পদক্ষেপ গ্রহণ করছে এই বিষয়টিও তুলে ধরা হয় বৈঠকে। এমতাবস্থায়, জয়শঙ্কর জানিয়েছেন, এই বৈঠক সফল হয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X