রামায়ণ সিনেমায় ভগবান রামের চরিত্রে থাকছেন ঋত্বিক রোশন, এবং মাতা সীতার চরিত্রে থাকছেন …

ঋত্বিক রোশন এখন ‘সুপার ৩০” সিনেমার সাফল্য নিয়ে খুবই উচ্ছ্বাসিত। আর এই সিনেমার সাফল্যের পর এবার ওনার নাম আরেকটি বড় প্রোজেক্টের সাথে জুড়তে চলেছে। শোনা যাচ্ছে যে, ডাইরেক্টর নিতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ” এ প্রভু শ্রী রাম এর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন এই সিনেমায় অভিনয় করার জন্য হ্যাঁ ও করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই সিনেমা নিতেশ তিওয়ারি আর রবি উদয়বর মিলে তৈরি করছেন। শোনা যাচ্ছে যে, এই সিনেমা লাইভ অ্যাকশন ট্রাইলজি হবে। থ্রি-ডি তে শ্যুটিং করা হবে এই সিনেমা। এই সিনেমা হিন্দির সাথে সাথে তামিল এবং তেলেগু-তেও মুক্তি পাবে। এই সিনেমার বাজেট প্রায় ৫০০ কোটি বলে জানা যাচ্ছে।

সিনেমার প্রোডিউসার আল্লু অরভিন্দ, নমিত মালহোত্রা আর মধু মন্টেনা বর্মার মতো মানুষ করছেন। এই সিনেমা নিয়ে বড় আশা আছে। সিনেমার মুখ্য অভিনয়ের কথা বললে, ঋত্বিক রোশনের সাথে দীপিকা পাডুকোনও থাকবেন। শোনা যাচ্ছে যে, মধু মন্টেনা বর্মা এই সিনেমায় সীতা মাতার চরিত্রে দীপিকা পাডুকোনকে কাজ করাতে চাইছেন। যদিও এটা নিয়ে এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি। কিন্তু যদি দীপিকা পাডুকোন এই প্রোজেক্টের জন্য হ্যাঁ করা দেয়, তাহলে এটা ঋত্বিক এর সাথে ওনার প্রথম সিনেমা হবে

images 2019 08 01T140255.621

আপনাদের জানিয়ে রাখি, ঋত্বিক রোশন এখন আপাতত ওনার হিট সিরিজ ‘ক্রিশ-৪” নিয়ে কাজ করছেন। এই সিনেমার স্ক্রিপ্ট ফাইনাল স্টেজে। খুব শীঘ্রই এই সিনেমা নিয়ে কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও ঋত্বিক এর আপ-কামিং মুভি ‘ওয়ার” ও শিরোনামে উঠে আসছে।

সম্পর্কিত খবর