অপারেশন সিঁদুরের পর ‘বিপদে’র আশঙ্কা? বায়ুসেনাকে বিরাট নির্দেশ দিয়ে দিল মোদী সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ফুঁসছে পাকিস্তান। ভারতীয় সেনা (Indian Army) যে এভাবে সব জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেবে তা হয়তো কল্পনা করেনি ‘শত্রু’ দেশ। এরপরেই ‘বদলা’র হুঁশিয়ারি দিয়েছে তারা। এই পরিস্থিতিতে বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সন্দেহজনক কিছু দেখলে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।

অপারেশন সিঁদুরের পর বড় সিদ্ধান্ত কেন্দ্রের (Central Government)!

মঙ্গলবার রাত ১:০৫ নাগাদ শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। ২৫ মিনিটের এই অভিযানে তছনছ হয়ে যায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। এরপর থেকেই কড়া হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমাগত গুলিবর্ষণ করছে সেদেশের সেনা। বুধবারের পর বৃহস্পতিবারেও অব্যাহত সেই ধারা।

এই আবহে এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই জানা যায়, ভারতীয় বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়লে তা প্রতিহত করতে দরকারে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঝুলছে ১৬০০ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের! খারিজ রাজ্যের আবেদন

অপারেশন সিঁদুরের পর ভারতকে ‘জবাব’ দেওয়ার মরিয়া চেষ্টা চালাতে পারে পাকিস্তান। সেই জন্যই আকাশসীমায় সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করার বিষয়ে ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force) ফ্রি হ্যান্ড দিল মোদী সরকার।

operation sindoor Central Government

ভারতীয় সেনার দুর্ধর্ষ অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমাগত গুলি চালাচ্ছে পাক সেনা। নিরীহ সাধারণ মানুষদের নিশানা করা হচ্ছে। তাঁদের ছোড়া গোলায় পুঞ্চের গুরুদোয়ারা ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাস স্ট্যান্ড। পাল্টা প্রতিরোধ করছে ভারতীয় সেনা।

মঙ্গলবার রাতের অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করেছে ভারতীয় সেনা। কোনও নিরীহ নাগরিক নয়, কেবলমাত্র জঙ্গিদের ডেরাকেই নিশানা করা হয়েছিল। কিন্তু পাক সেনা কেন নিরপরাধ, নিরস্ত্র ভারতীয় নাগরিকদের আক্রমণ করছে? নানান মহল থেকে উঠছে এই প্রশ্ন। এই পরিস্থিতিতে বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল কেন্দ্র (Central Government)। এবার এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X