বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার মধ্যরাতে ২৫ মিনিটের একটি অপারেশন (Operation Sindoor)। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও হামলার পাল্টা এটাই ‘জবাব’ ভারতের। এই অভিযান নিয়ে বিরোধীদের বিশদে জানাতে বৃহস্পতিবার একটি সর্বদল বৈঠক (All Party Meeting) ডাকা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেখানে জানান, এই অপারেশনের মাধ্যমে শতাধিক জঙ্গির নিধন হয়েছে।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) এখনও শেষ হয়নি?
এদিন সংসদ ভবনে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই বৈঠকে যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধি।
সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে কীভাবে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তা এদিন তুলে ধরা হয়। এই অভিযানের সম্ভাব্য প্রভাব কী হতে পারে, পাকিস্তানের তরফে পাল্টা হামলার সম্ভাব্য জবাব নিয়েও আলোচনা হয় বলে খবর। সেই সঙ্গেই সূত্র উদ্ধৃত করে নানান রিপোর্টে দাবি, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের পর ‘বিপদে’র আশঙ্কা? বায়ুসেনাকে বিরাট নির্দেশ দিয়ে দিল মোদী সরকার
সংশ্লিষ্ট সূত্রের খবর, এদিনের সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত না থাকলেও, তাঁর বার্তা শোনানো হয়। বিরোধী দলগুলির প্রতিনিধিদের কাছে মোদীর (Narendra Modi) ‘একজোট থাকা’র বার্তা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। ওই বার্তায় বলা হয়, এই রকম কঠিন পরিস্থিতিতে দেশের প্রত্যেক নাগরিকের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে এদিনের সর্বদল বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তত্ত্বাবধানে এই বৈঠক আয়োজিত হয়। আজকের বিষয় অত্যন্ত গুরুতর ছিল, সেই কারণে প্রত্যেক দলই নিজেদের মতামত গুরুত্ব সহকারে তুলে ধরেছে। অপারেশন সিঁদুর সম্বন্ধে সকল নেতাদের অবগত করেছেন রাজনাথ সিং। সরকারের উদ্দেশ্য ও বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সবাইকে জানিয়েছেন। এরপর সব রাজনৈতিক নেতারা নিজেদের বক্তব্য রাখেন ও কিছু পরামর্শ দেন। আমি বিশ্বাস করি, আজকের বৈঠকে সব নেতাই পরিপক্কতা দেখিয়েছেন’।