বাংলাহান্ট ডেস্ক : আইপিএল এর মাঝেই সামনে এল চলতি সপ্তাহের টিআরপি (Serial TRP) তালিকা। বিগত কয়েক সপ্তাহ ধরেই পরপর চমক দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। মাঝে প্রায় এক মাস টিআরপি টপারের তকমা ‘পরিণীতা’র দখলে থাকলেও বর্তমানে নম্বর খানিক কমেছে এই সিরিয়ালে। অন্যদিকে সব ধারাবাহিককে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। প্রায় তিন বছর হতে চলল শুরু হয়েছে সিরিয়ালটি (Serial TRP)। কিন্তু এখনো জগদ্ধাত্রীর জনপ্রিয়তা রীতিমতো চমকে দেওয়ার মতোই। চলতি সপ্তাহেও ৭.১ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী।
টিআরপি (Serial TRP) তালিকায় বড়সড় পরিবর্তন
দ্বিতীয় স্থানেই রয়েছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। বর্তমানে বিয়ের পর্ব চলছে এই সিরিয়ালে (Serial TRP)। নম্বর কমলেও গত সপ্তাহের তুলনায় বদল এসেছে তালিকায়। তৃতীয় স্থান থেকে এ সপ্তাহে দু নম্বরে উঠে এসেছে ফুলকি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। একই নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করেছে স্টার জলসার ‘পরশুরাম’ও।
আরো পিছিয়ে পড়ল পরিণীতা: তবে এ সপ্তাহে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ‘পরিণীতা’। প্রথম স্থান আগেই হারিয়েছিল জি বাংলার একসময়কার টপার মেগা। কিন্তু এ সপ্তাহে নম্বর আরো কমেছে পরিণীতার। সেই সঙ্গে এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে এই সিরিয়াল (Serial TRP)। চলতি সপ্তাহে মাত্র ৬.০ পয়েন্ট পেয়েছে এই ধারাবাহিক। তারপরেই চতুর্থ স্থানে ৫.৬ পয়েন্ট নিয়ে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। ‘
কে কত নম্বর পেল: তবে এ সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক নিঃসন্দেহে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু-দিতিপ্রিয়ার এই মেগা সটান উঠে এসেছে পঞ্চম স্থানে। ৫.৪ নম্বর পেয়েছে সিরিয়ালটি (Serial TRP)। তারপরেই ৫.১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘কথা’। মাত্র. ১ পয়েন্টের ফারাকে সপ্তম স্থানে জায়গা করেছে ‘গৃহপ্রবেশ’।
আরো পড়ুন : সাতসকালে পরপর বিষ্ফোরণ, ধোঁয়ায় ঢাকল আকাশ, যুদ্ধের সাইরেনের মাঝে হুলুস্থুল কাণ্ড লাহোরে
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- জগদ্ধাত্রী (৭.১)
দ্বিতীয়- ফুলকি, পরশুরাম (৬.১)
তৃতীয়- পরিণীতা (৬.০)
চতুর্থ- রাঙামতী তীরন্দাজ (৫.৬)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার (৫.৪)
ষষ্ঠ- কথা (৫.১)
সপ্তম- গৃহপ্রবেশ (৫.০)
অষ্টম- গীতা LLB, চিরসখা, অনুরাগের ছোঁয়া (৪.৬)
নবম- কোন গোপনে মন ভেসেছে (৪.৫)
দশম- মিত্তির বাড়ি (৩.৭)
আরো পড়ুন : চারধাম যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গোত্রী যাওয়ার পথে উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত ৫, আহত দুজন
ইদানিং পরপর চমক এসেই চলেছে টিআরপি তালিকায়। আগের জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক নম্বর কমে ছিটকে গিয়েছে প্রথম পাঁচ থেকে। গীতা LLB, কোন গোপনে মন ভেসেছের মতো সিরিয়ালগুলি আগে বেশ জনপ্রিয় হলেও এখন নম্বর অনেকটাই কমেছে ধারাবাহিকগুলির।