বাংলা হান্ট ডেস্ক: পাহেলগাঁও হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে “অপারেশন সিঁদুর”-এর মাধ্যমে প্রত্যাঘাত এনেছে ভারত (India)। তারপরেই ভারত-পাকিস্তানের সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই “অপারেশন সিঁদুর”-এর পরে পাকিস্তান ভারতের ১৫ টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। ঠিক এই আবহেই বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের হামলা নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় ভারতের বিদেশমন্ত্রকের তরফে।
পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত (India):
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যমিকা সিং। যেখানে জানানো হয় বৃহস্পতিবার ভোর রাতে অবন্তীপুরা থেকে শুরু করে শ্রীনগর, জম্মু, অমৃৎসর, জলন্ধর, কাপুরথলা, ভাটিন্ডা, লুধিয়ানা সহ ভারতের (India) মোট ১৫ টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যার পরিপ্রেক্ষিতে যোগ্য জবাব দেয় ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও, ভারত পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে বলেও জানানো হয়।
এদিকে, সাংবাদিক সম্মেলনে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার এবং ভারী গোলাবর্ষণ করে বিনা উস্কানিতে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘটনার অবতারণা করা হয়। পাকিস্তানের এই গুলিবর্ষণে নারী ও শিশুসহ ১৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। বিদেশসচিব বিক্রম মিশরি জানান যে, বর্তমান পরিস্থিতির বিচারে ভারত (India) কিন্তু অশান্তি শুরু করেনি। বরং, পাহেলগাঁও-তে ভয়াবহ হামলা চালিয়ে পাকিস্তান উস্কানি দেয়। আর তারই যোগ্য জবাব দিয়েছে ভারত। এর পাশাপাশি তিনি আরও জানান ওই হামলার সাথে যুক্ত থাকা জঙ্গিদের যে পাকিস্তানের সাথে যোগ রয়েছে তা এবং জঙ্গিদেরকে বাঁচাতে যেভাবে পাক সক্রিয়তা পরিলক্ষিত হয়েছে সেখান থেকেই বিষয়টিতে ইসলামবাদের যোগ স্পষ্ট হয়ে উঠছে।
এছাড়াও, পাক প্রধানমন্ত্রীর ভারতের (India) রাফায়েল ধ্বংস করে দেওয়ার দাবির প্রসঙ্গেও বিদেশসচিব প্রতিক্রিয়া দেন। এহেন দাবি যে সম্পূর্ণ মিথ্যে তার অবতারণা করে তিনি বলেন, “পাকিস্তান এমন একটা দেশ যেটি জন্ম নেওয়ার সাথে সাথেই মিথ্যে বলতে শুরু করেছে। ওই দেশটির রাষ্ট্রপুঞ্জেও মিথ্যে কথা বলে। পাকিস্তান ৭৫ বছর আগেই এসব শুরু করেছে।” পাশাপাশি, ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক চলছে বলে দাবি করেন পাকিস্তানের মন্ত্রী। এই প্রসঙ্গে বিদেশ সচিব জানান, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই।
আরও পড়ুন: পাত্তাই পাবে না পাকিস্তান! দেখে নিন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ তালিকা-রেঞ্জ এবং তাৎপর্য
এদিকে, “অপারেশন সিঁদুর”-এ কতজন জঙ্গি নিকেশ হয়েছে এই প্রশ্নের উত্তরে বিদেশসচিব জানান, “অপারেশনের মাত্র ৩৬ ঘন্টা পেরিয়েছে। ধৈর্য ধরুন আরও তথ্য প্রকাশ্যে আসবে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক রাষ্ট্রনেতার সাথে কথা বলেছেন। পাশাপাশি, এখনও কথা চলছে।” বিদেশসচিব স্পষ্টভাবে জানিয়ে দেন, “পাহেলগাঁও-তে যে নৃশংস ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার স্বার্থে ভারতের প্রত্যাখাত করার অধিকার রয়েছে এবং সেটাই মেনে নেওয়াও হচ্ছে।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: