মুখ থুবড়ে পড়ল পাক ডিফেন্স সিস্টেম! জম্মু ও কাশ্মীরে গুলি করে নামানো হল ২টো পাকিস্তানি ড্রোন

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ যুদ্ধ শুরু! পাকিস্তানের ক্রমাগত আঘাতে এবার জোরদার প্রত্যাঘাত ভারতের (India-Pakistan)। মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাকিস্তানের দুটো ড্রোন (pakistani drones) গুলি করে নিচে নামাল ভারতীয় বায়ুসেনা। আগেই তিনটি পাক যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে ভারত। এবার নামানো হল পাকিস্তানের দুটো ড্রোন। গুলি চালাচ্ছে পাকিস্তান, পাল্টা ভারী গোলাবর্ষণ ভারতের।

প্রতিরক্ষা মন্ত্রক জানায়, “জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিকে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা টার্গেট করা হয়েছিল।” সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জম্মুতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এরপরই যুদ্ধবিমান নিয়ে আসরে নামে ভারত। শুরু হয় পাল্টা প্রত্যাঘাত। জম্মু সীমান্তে পাকিস্তান ক্রমাগত গুলি চালাতে শুরু করলে পাল্টা আক্রমণ করে ভারত।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X