বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান হামলা করলে যোগ্য জবাব মিলবেই! স্পষ্ট জানিয়েছিল ভারত (India-Pakistan)। এবার শত্রু দেশের ওপর ‘ত্রিফলা’ আক্রমণ চালানো হল। একযোগে স্থল, জল ও বায়ু সেনার হামলা (Indian Army)। মুখ থুবড়ে পড়েছে পাক এয়ার ডিফেন্স সিস্টেম। ১৯৭১ সালের পর এই প্রথমবার করাচিতে হামলা চালিয়েছে ভারত। আইএনএস বিক্রান্তের (INS Vikrant) দাপটে জ্বলছে করাচির নানান এলাকা।
পাকিস্তানের হামলার কড়া প্রত্যাঘাত ভারতের!- (India-Pakistan)
বৃহস্পতিবার বিকেল থেকে জম্মু, কাশ্মীর সহ ভারতের নানান সীমান্তবর্তী রাজ্যে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। আকাশেই সেই ‘চেষ্টা’ ব্যর্থ করে দেয় ভারত। পাকিস্তানের একটি ড্রোনও ভারতের মাটি স্পর্শ করতে পারেনি, স্পষ্ট জানায় ভারতীয় সেনা। এরপরেই শুরু হয় পাল্টা প্রত্যাঘাত।
এদিন লাহোর, শিয়ালকোট সহ পাকিস্তানের একাধিক শহরে পাল্টা ড্রোন হামলা চালায় ভারত। অ্যাকশনে নামে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। স্থল, জল, বায়ু, তিন দিক থেকেই পাকিস্তানকে চেপে ধরে এদেশের সেনা। আর তাতেই ‘ল্যাজেগোবরে’ দশা হয় শত্রু দেশের। একের পর এক শহরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়, বাজতে শুরু করে সাইরেন।
আরও পড়ুনঃ মুখ থুবড়ে পড়ল পাক ডিফেন্স সিস্টেম! জম্মু ও কাশ্মীরে গুলি করে নামানো হল ২টো পাকিস্তানি ড্রোন
কিছুক্ষণ পরেই জানা যায়, করাচি, ইসলামাবাদে বিস্ফোরণ শুরু হয়েছে। করাচি বন্দরে আট থেকে দশটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে খবর। আইএনএস বিক্রান্তের হানায় কার্যত বিপর্যস্ত সেই শহর। এক্ষেত্রে বলে রাখি, ১৯৭১ সালের পর এই প্রথম করাচি হানা দিয়েছে ভারত।
ভারতের তরফ থেকে এই হামলার আবহেই জানা যায়, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে আটক করা হয়েছে। সেই সঙ্গেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাঙ্কারে ‘লুকিয়েছেন’ বলে জানা যায়।
সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ভারতের আক্রমণের ঝাঁঝ। ধীরে ধীরে পিছু হটতে শুরু করেছে পাকিস্তান (India-Pakistan)। অন্যদিকে বালুচিস্তানে পাক সেনা ক্যাম্পে হামলা হয়েছে বলে খবর। তাহলে কি এবার স্বাধীনতার পথে বালুচিস্তান? উঁকি দিয়েছে এই প্রশ্ন। শেষ অবধি কী হয় আপাতত এদিকেই নজর গোটা বিশ্বের।