বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবারই জানা গিয়েছিল, ভারত পাকিস্তান (India-Pakistan) যুদ্ধের আবহে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দুই পক্ষকেই সামরিক উত্তেজনা কমানোর অনুরোধ করে এ বিষয়ে আমেরিকার পাশে থাকার কথা তিনি বলেছেন বলে জানানো হয়েছিল মার্কিন বিদেশ দপ্তরের তরফে। কিন্তু তার কয়েক ঘন্টা পরেই আবার ভিন্ন সুর শোনা গেল মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্স। ভারত পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না আমেরিকা। কারণ এটা আমেরিকার কোনো বিষয় নয়, স্পষ্ট জানিয়ে দিলেন ভান্স।
ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘাতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত আমেরিকার
বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক ভাবে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করবে আমেরিকা। তবে সামরিক ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। কারণ প্রাথমিক ভাবে এটা আমেরিকার কোনো বিষয় নয়।
সংঘর্ষ নিয়ে বক্তব্য জেডি ভান্সের: ভান্স বলেন, “আমরা যেটা করতে পারি তা হল, সামরিক উত্তেজনা একটু কমানোর জন্য তাদের বলতে পারি। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ব না যেটা প্রাথমিক ভাবে আমাদের বিষয় নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার সঙ্গেও সম্পর্কিত নয়।” তিনি আরো বলেন, “আমেরিকা ভারতীয়দের বলতে পারে না অস্ত্র নামিয়ে রাখতে। আমাদের পাকিস্তানিদেরও বলতে পারি না অস্ত্র নামাতে। তাই আমরা কূটনৈতিক স্তরেই বিষয়টিকে দেখতে পারি”।
On Operation Sindoor, US Vice President JD Vance in an interview to Fox News, says “…What we can do is try to encourage these folks to deescalate a little bit, but we’re not going to get involved in the middle of war that’s fundamentally none of our business and has nothing to… pic.twitter.com/fLFqvh1Lvh
— ANI (@ANI) May 8, 2025
আরো পড়ুন : অবশেষে মার্কিন হস্তক্ষেপ, শরিফ-জয়শঙ্করকে ফোন রুবিওর, অবিলম্বে উত্তেজনা কমানোর অনুরোধ
কী বক্তব্য ট্রাম্পের: সংঘর্ষের পরিস্থিতি হাতের বাইরে যাবে না এই আশা করেই জেডি ভান্স বলেন, এটা কোনো বড় আঞ্চলিক যুদ্ধ বা ভগবান না করুন, পারমাণবিক সংঘর্ষের (India-Pakistan) পথে যেন না এগোয় এমনটাই আশা। এই মুহূর্তে এমনটা হবে না বলেই আশা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, তিনি দু পক্ষকেই খুব ভালো ভাবে জানেন। তিনি কোনো সাহায্যের জন্য তৈরি রয়েছেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
আরো পড়ুন : ঘরে ঢুকে মারছে ভারত! ‘পিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে’, শেহবাজ শরিফকে নিশানা ইমরান খানের বোনের
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর এর পর বৃহস্পতিবার ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সীমান্তবর্তী এলাকায় একাধিক জায়গায় ড্রোন, মিসাইল হামলা শুরু করে পাকিস্তান। পালটা ড্রোন এবং মিসাইল প্রতিহত করে ভারত গুলি করে নামায় পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি AWACS এয়ারক্রাফট।