বাংলা হান্ট ডেস্কঃ চরমে পৌঁছেছে ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ। কাশ্মীরের হামলার পাল্টা ভারতের প্রত্যাঘাত। শত্রু পাকিস্তানের মাটিতে ভারতের ‘অপারেশন সিদুঁরে’র প্রভাব পড়ল আকাশপথে। জানা যাচ্ছে, ‘যুদ্ধ’ আবহে উত্তর ও পশ্চিম ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাগুলি। (Indian Airport Closed)
সূত্রের খবর, উত্তর ও পশ্চিম ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। উড়ান পরিষেবা বন্ধ থাকবে ১০ই মে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত। তবে প্রয়োজন মতো এই সময়সীমা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=ZVJ4ZjpDKTG0HgvL
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) নোটিশ (NOTAMs) জারি করে এই সিদ্ধান্তের কথায় জানিয়েছে। এই পদক্ষেপের ফলে অন্তত ৪৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কোন কোন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখুন তালিকা
- লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা ,অমৃতসর, চণ্ডীগড়, পাঠানকোট, শ্রীনগর, জম্মু, লেহ , জোধপুর, জৈসলমের, উদয়পুর, বিকানের, গ্বালিয়র, রাজকোট, ভুজ, জামনগর, কিশনগড়, কান্ডলা, পোরবন্দর, ধর্মশালা, শিমলা, ভাতিন্ডা, হিন্দন, লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, মুদ্রা, কেশদ ও থয়স