সমস্ত সীমা পেরোলো পাকিস্তান, ফিরোজপুরে ড্রোন হামলায় গুরুতর আহত ৩ জন! সেনার তৎপরতায় নিষ্ক্রিয় ড্রোন

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : লাগাতার হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান (Pakistan)। ভারতের সীমান্তবর্তী এলাকায় পরপর ড্রোন, মিসাইল হামলা করেছে পাকিস্তান। নিশানা করা হয়েছে মন্দির, গুরুদ্বারা, চার্চের মতো ধর্মীয় স্থানগুলিতে। এবার আরো এক ধাপ এগিয়ে পঞ্জাবের ফিরোজপুরে নিরীহ নাগরিকদের উপরে নিশানা করল পাকিস্তান (Pakistan)। ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছে এক পরিবারের তিন সদস্য। ড্রোন হামলায় বীভৎস ভাবে পুড়ে গিয়েছে শরীরের অনেকটা অংশ। ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

পাকিস্তানি (Pakistan) ড্রোন হামলায় গুরুতর আহত পঞ্জাবের ফিরোজপুরের তিনজন

বৃহস্পতি শুক্র, পরপর দুদিন লাগাতার সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন, মিসাইল হামলা চালাচ্ছে পাকিস্তান (Pakistan)। যদিও ভারতের শক্তিশালী ‘সুদর্শন চক্র’ এবং সেনাবাহিনীর তৎপরতায় অধিকাংশ ড্রোন মাটি স্পর্শ করার আগেই আকাশে নিষ্ক্রিয় করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু শুক্রবার রাতে পঞ্জাবের ফিরোজপুরে ঘটে যায় অঘটন। একই পরিবারের তিনজন গুরুতর আহত হন ড্রোন হামলার জেরে।

3 civilians injured in ferozpur by Pakistan drone attack

হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের: ANI সূত্রে খবর, ফিরোজপুরে এক জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন হামলা করে পাকিস্তানৎ(Pakistan)। আহতদের শরীরের একাধিক অংশ ঝলসে গিয়েছে তাঁদের। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ফিরোজপুর এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, “তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তাঁদের শরীরে ঝলসে যাওয়ার ক্ষত রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁদের”।

আরো পড়ুন : দেশের অন্দরেও চাঞ্চল্যকর ঘটনা! ভারত-পাক সংঘর্ষের মাঝেই বড় পদক্ষেপের সিদ্ধান্ত শীর্ষ আদালতের

এলাকা জুড়ে রয়েছে ব্ল্যাক আউট: ফিরোজপুরের সমগ্র এলাকা জুড়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। তার মধ্যে সাইরেন এবং বিষ্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে বলে খবর ANI সূত্রে। তবে ফিরোজপুর এসএসপি জানান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া অধিকাংশ পাকিস্তানি (Pakistan) ড্রোন নিষ্ক্রিয় করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

আরো পড়ুন : সম্পূর্ণ ব্ল্যাক আউটের মধ্যেই পরপর বিষ্ফোরণ জম্মু-পাঠানকোট-আখনুরে, পাকিস্তানি ড্রোন উড়িয়ে দিল ভারতীয় সেনা

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় জম্মু, সাম্বা, পুঞ্চ, উরি, কূপওয়ারা থেকে পাঠানকোট, রাজৌরিতে দেখা গিয়েছে পাকিস্তানের (Pakistan) ড্রোন। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এই এলাকাগুলিতে। কিন্তু তার মধ্যেও অতন্দ্র প্রহরীর মতো সজাগ হয়ে রয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ANI সূত্রে খবর, ব্ল্যাক আউটের মধ্যেই শোনা গিয়েছে পাকিস্তানি (Pakistan) ড্রোন ধ্বংস করার জন্য বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাক আউটের মধ্যেই পাঠানকোট, জম্মু, উধমপুরে বাজতে শোনা গিয়েছে সাইরেন। শ্রীনগরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে খবর সূত্রের। অন্যদিকে জয়সলমেরে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিশ্ছিদ্র ব্ল্যাক আউটের। অমৃতসরেও সন্ধ্যা সাতটার পর দোকান, রেস্তোরাঁ খুলে রাখায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X