একের পর এক ড্রোন হামলার চেষ্টা! এবার ভারতের বিরুদ্ধে মিলিটারি অপারেশন লঞ্চ করল পাকিস্তান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমেই বাড়ছে সংঘাত! অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা (India-Pakistan)। সেদেশের কোনও সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি। তবে পাকিস্তানের তরফ থেকে ক্রমাগত ভারতীয় নাগরিকদের ওপর হামলা করা হচ্ছে। ইতিমধ্যেই এর জেরে প্রাণ হারিয়েছেন অনেকে। বুধবার থেকে ভারতের ওপর হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। বৃহস্পতি, শুক্র পেরিয়ে শনিবার সকালেও অব্যাহত রয়েছে সেই ধারা। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে মিলিটারি অপারেশন (Military Operation) লঞ্চ করেছে সেই দেশ।

খাসা ক্যান্ট মিলিটারি বেসে পাক ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের!- (India-Pakistan)

পহেলগাঁও কাণ্ডের ‘জবাব’ হিসেবে অপারেশন সিঁদুর (Operation Sindoor) করেছিল ভারত। ২৬ জনের প্রাণের ‘বদলা’ হিসেবে শতাধিক জঙ্গি নিকেশ করেছে এদেশের সেনা। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। বুধবার থেকে ভারতের ওপর হামলার চেষ্টা চালাচ্ছে তারা। বৃহস্পতিবার ৩০০-৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করা হয়। আকাশেই তা ভেস্তে দেয় ভারতীয় সেনা। শুক্রবারেও দেখা যায় একই ছবি।

শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করে ইন্ডিয়ান আর্মি (Indian Army)। সেখানে জানানো হয়, অমৃতসরের খাসা ক্যান্ট মিলিটারি বেসের ওপর দিয়ে একাধিক সশস্ত্র পাক ড্রোন চিহ্নিত করা হয়। সঙ্গে সঙ্গে তা ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স ইউনিট।

আরও পড়ুনঃ ফতেহ-২ মিসাইল দিয়ে দিল্লিকে টার্গেট করে ছুড়ল পাকিস্তান! হরিয়ানাতেই ‘স্বপ্নভঙ্গ’?

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। ২৬ জন নিরীহ মানুষকে খুন করে সশস্ত্র জঙ্গিরা। তার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর থেকেই আক্রমণে নামে পাকিস্তান। সীমান্তে লাগাতার গুলিবর্ষণ করছে পাক সেনা। নিরীহ, নিরপরাধ ভারতীয় নাগরিকদের নিশানা করা হচ্ছে। সেই সঙ্গেই চলছে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা।

India-Pakistan

বুধবার থেকে নানান সীমান্তবর্তী রাজ্যে ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান (India-Pakistan)। মোক্ষম জবাব দিচ্ছে ভারতও। বৃহস্পতিবার ভারতের তিন বাহিনীর ‘ত্রিফলা’ অ্যাকশনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল ‘শত্রু’ দেশ। শুক্রবারও কড়া জবাব দেয় ভারত। আগামীদিনে দুই দেশের এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X