সমানে হামলা চালাচ্ছে পাকিস্তান, পরিস্থিতি বুঝে SSC ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি দিল প্রশাসন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আঘাত, পাল্টা প্রত্যাঘাতে চরমে পৌঁছেছে পরিস্থিতি। ভারত পাকিস্তান (India Pakistan) যুদ্ধের পরিস্থিতি বর্তমানে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি রয়েছে হাই অ্যালার্ট। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে প্রত্যেক রাজ্যকে। ইতিমধ্যেই নবান্ন কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠক করছে। যুদ্ধ হলে তার মোকাবিলা কোন পন্থায় সেই নিয়ে সতর্ক করা হয়েছে রাজ্য গুলিকে। এরই মধ্যে এবার এ রাজ্যে বিকাশভবনের সামনে অবস্থান চালানো SSC ‘যোগ্য শিক্ষকদের’ জন্য বিজ্ঞপ্তি জারি।

যুদ্ধ আবহে SSC চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি দিল প্রশাসন

বিকাশভবনের সামনে ধর্না দেওয়া যোগ্য শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, দেশে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার সমস্ত সরকারি দফতর, বিশেষ করে জরুরি পরিষেবা সংক্রান্ত বিভাগকে চূড়ান্ত সতর্ক ও সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে ওই রাস্তা খালি করে দিতে বলা হয়েছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO

বর্তমানে সঙ্কটকালীন পরিস্থিতি রয়েছে। তাই সমস্ত দিক মাথায় রেখে রাস্তা খালি করার নোটিস দিয়েছে পুলিশ। প্রসঙ্গত, এপ্রিল মাসে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬০০০ জন চাকরি হারিয়েছেন। এরপরই হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নামেন চাকরিহারারা।

আরও পড়ুন: ‘গঠনমূলক’ আলোচনায় সাহায্যের জন্য তৈরি আমেরিকা, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও

গত এপ্রিল মাস থেকে চাকরিহারাদের তিন সংগঠন বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। মাঝে স্থান পরিবর্তন করলেও গত বুধবার ফের তারা বিকাশভবনের সামনে ফিরে আসেন। সেখানেই অবস্থান চালাচ্ছিলেন। এবার দেশে ‘যুদ্ধের আবহে” তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে, এসএসসি ভবনের সামনে থেকেও আপাতত নিজেদের অবস্থান তুলে নিয়েছেন চাকরিহারারা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X