এবার পরমাণু বোমা নিক্ষেপ করবে পাকিস্তান? তড়িঘড়ি NCA-র বৈঠক ডাকল ধূর্ত শাহবাজ, কোন পথে শত্রু?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যুদ্ধের পরিস্থিতি দেশে! ভারত-পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan Tension) চরমে পৌঁছেছে। শত্রু দেশের আক্রমণের পাল্টা প্রত্যাঘাত করছে ভারত। এরই মধ্যে জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (NCA) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)।

এবার পরমাণু বোমা নিক্ষেপ করবে পাকিস্তান? Pakistan

এই ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান রেডিও দেশের সেনা জনসংযোগ বিভাগ আইএসপিআর (Inter Services Public Relations) -কে উদ্ধৃত করে জানিয়েছে, উক্ত বৈঠকে উপস্থিত থাকবে সেনার তিন বাহিনীর প্রধানরা। পাশাপাশি উপস্থিত থাকবেন জয়েন্ট চিফ অফ স্টাফ, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-র ডিরেক্টররাও।

উল্লেখ্য, পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কি না সেই বিষয়ক সিদ্ধান্ত নেয় এনসিএ। এই অথরিটির হাতেই পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের ভার রয়েছে। তাহলে এরপর কি বড়ও কিছু ভাবছে পাকিস্তান?

India Pakistan India now attacked several places in Pakistan

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনার আবহে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি ভারতে, কী কী করা যাবে না? জানাল কেন্দ্র

এমনিতেই সমানে হামলা চালাচ্ছে শত্রু দেশ। ড্রোন, মিসাইল থেকে কিছুই বাদ রাখেনি। তাহলে কি এবার পাকিস্তান ভারতে পরমাণু বোমা নিক্ষেপ করার প্রস্তুতি নিতে চলেছে? এই নিয়ে জোর জল্পনা চলছে সব মহলে। আবার এক মহল বলছে, এ কাপুরুষ পাকিস্তানের চাল মাত্র। কারণ পরমাণু শক্তি ব্যবহার করলে তার পরিমাণ কি হতে পারে তা ভালো মতোই জানে পাকিস্তান।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO

এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, পাশাপাশি পাকিস্তান পরমাণু শক্তি ব্যবহার করলে চুপ করে বসে থাকবে না ভারতও। পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে ভারতবর্ষেরও। যা আরও সাংঘাতিক হতে পারে। প্রসঙ্গত, ভারত শান্তির দেশ। তারা পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেনি। তবে পাকিস্তানও এখনও সেরূপ কোনও ঘোষণা করেনি মুখে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X