বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের (India-Pakistan) সংঘাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাকিস্তানের মিথ্যে প্রচার। ভারতের একাধিক এয়ারবেস ধ্বংসের পাশাপাশি S-400 র মতো এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান (India-Pakistan)। শনিবার সাংবাদিক বৈঠকেই সেই সমস্ত দাবি নস্যাৎ করে দিলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি। ভারতের এয়ারবেসগুলি যে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে তা ছবি প্রমাণে দেখিয়ে দিলেন দেখিয়ে দিলেন কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।
পাকিস্তানের (India-Pakistan) মিথ্যে দাবি উড়িয়ে দিলেন ভারতীয় বিদেশ সচিব
শনিবারের সাংবাদিক বৈঠকে উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, আবারও নানান ভুয়ো প্রচার শুরু করেছে পাকিস্তান (India-Pakistan)। লাগাতার মিথ্যে তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে চলেছে তারা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পাকিস্তান লাগাতার ভুয়ো তথ্যের প্রচার ক্যাম্পেন চালাচ্ছে। তারা দাবি করছে ভারতের S-400 ধ্বংস করে দেওয়া হয়েছে, সুরাটগড়, সিরসার এয়ারফিল্ড ধ্বংস করে দেওয়া হয়েছে’।
প্রমাণ দেখিয়েছেন কর্ণেল: পাকিস্তানের এই দাবি গুলি যে সম্পূর্ণ ভাবে মিথ্যে সেকথা স্পষ্ট করে দিয়ে উইং কমান্ডার সিং বলেন, ‘ভারত স্পষ্ট ভাবে পাকিস্তানের এই মিথ্যে দাবিকে নস্যাৎ করে দেয়’।
“Pakistani claims continue to be heavy on lies, misinformation, propaganda,” FS slams Pakistan’s misinformation campaign
Read @ANI Story | https://t.co/0IxKh1Vu4f#VikramMisri #OperationSindoor #Pakistan pic.twitter.com/22u3EBIK9X
— ANI Digital (@ani_digital) May 10, 2025
আরো পড়ুন : ‘গতকালই মিটিংয়ে ছিলেন…’, পাকিস্তানি শেলিংয়ে নিহত রাজৌরির অফিসার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পেশ করেছেন প্রমাণ: সঙ্গে সমস্ত এয়ারবেসের অক্ষত থাকার প্রমাণ হিসেবে কিছু ছবি পেশ করেছেন তিনি। সেই সঙ্গে বিদেশ সচিব বলেন, ‘পাকিস্তান আরও একটি সম্পূর্ণ মিথ্যে দাবি করেছে, ভারতীয় সেনা নাকি আফগানিস্তানে নিশানা করছে। আমি একটি বিষয়ই বলব, আফগানদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে বিগত দেড় বছরে কোন দেশ বারংবার আফগানিস্তানে সাধারণ নাগরিকদের বসতি এলাকা এবং পরিকাঠামোকে নিশানা করেছে’।
আরো পড়ুন : ‘গঠনমূলক’ আলোচনায় সাহায্যের জন্য তৈরি আমেরিকা, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও
কর্ণেল সোফিয়া কুরেশি জানান, ভারতের (India-Pakistan) একাধিক এয়ারবেসকে নিশানা করে হামলা চালায় পাকিস্তান। পালটা জবাবে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি পরিকাঠামো, কমান্ড কন্ট্রোল সেন্টার, অস্ত্র ভাণ্ডার সহ রাডার সাইটগুলিতে নিশানা করে ভারত। রাফিকি, মুরিদ, রহিম ইয়ার খান, সুক্কুরের মতো জায়গায় সেনা ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। অ্যাকশনের সময় যাতে সাধারণ নাগরিকদের নূন্যতম ক্ষয়ক্ষতি হয় সেদিকে নজর রেখেছিল ভারতীয় সেনাবাহিনী।