বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্ল্যানমাফিক আঘাত, পাল্টা প্রত্যাঘাত ভারতের (India-Pakistan)। চরমে পৌঁছেছে দুই দেশের সংঘাত। রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। তবে অবশেষে এবার ইতি। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান উভয় দেশই। শনিবার বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Donald Trump)
যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান India-Pakistan
যুদ্ধবিরতির ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, রাতভর এ নিয়ে আলোচনার পর ভারত এবং পাকিস্তান, উভয় দেশই পূর্ণ যুদ্ধবিরতিতে মত দিয়েছে। দুই দেশকেই নিজেদের সাধারণ বুদ্ধির জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাহলে আমেরিকার মধ্যস্থতাতেই নামবে উত্তাপের পারদ?
আসলে মধ্যস্থতা মূল কথা না, ভারতের শক্তির সাথে আর টিকে থাকতে পারছিল না পাকিস্তান। ভারত একেবারে কোমর ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। তাই মুখ বাঁচাতে আমেরিকার শরণাপন্ন হয় শরিফ সরকার। এরপর পাকিস্তানের অনুরোধে ব্যাট ধরে আমেরিকা।
আরও পড়ুন: দুপুরেই ফোন পাক DGMO-র! পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিল ভারত! ঘোষণা বিদেশ সচিবের
গত ৪৮ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, (পাকিস্তানি) সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আসিম মালিক-সহ ভারত এবং পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দফায় দফায় আলোচনা করেছেন বলেও দাবি করে আমেরিকা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর একে একে যুদ্ধবিরতির ঘোষণা করে ভারত ও পাকিস্তান উভয়ই। তবে ভারত এটাও স্পষ্ট করেছে পাকিস্তানের তরফেই ফোন এসেছিল। এদিন ভারতের তরফে বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি অফিসিয়ালি যুদ্ধবিরতির ঘোষণা করেন। এই নিয়ে আগামী বৈঠক ১২ মে, বলে ঘোষণা করেছেন বিদেশ সচিব।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO
ভারতের বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেল লেখেন, ‘‘ ভারত এবং পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে একটি সমঝোতার জায়গায় এসেছে। ভারত সর্বদাই সন্ত্রাসবাদের সমস্ত রূপ এবং প্রকাশের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থানে থেকেছে। এটা বজায় থাকবে।’’