বাংলা হান্ট ডেস্কঃ ভারতের সেনা বাহিনীর সঙ্গে এঁটে উঠতে না পারলেও দমতে রাজি নয় পাকিস্তান (India-Pakistan)! অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে জঙ্গি নিধন করেছে ভারতীয় সেনা (Indian Army)। তার ‘বদলা’ নিতে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান। বিনা প্ররোচনায় দেদার গুলিবর্ষণ, মর্টার শেলিং করছে তারা। শুক্রবার রাত ৯টার পর থেকে জম্মু সেক্টরের বিএসএফ পোস্টে বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। মোক্ষম জবাব দিয়েছে সীমান্তরক্ষা বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি রেঞ্জার্সদের সম্পদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
বিনা প্ররোচনায় গুলি বর্ষণের পাশাপাশি মিথ্যাচার করছে পাকিস্তান!- (India-Pakistan)
ভারতীয় সেনার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ। ড্রোন থেকে মিসাইল, সব হামলাই সুনিপুণ দক্ষতায় ভেস্তে দিচ্ছে ইন্ডিয়ান আর্মি। এই পরিস্থিতিতে দেদার মিথ্যাচার শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি তারা দাবি করে, রাজস্থানের সুরতগড়, হরিয়ানার সিরসা ও উত্তরপ্রদেশের আজমগড়ে বায়ুসেনা ঘাঁটির ক্ষতিসাধন হয়েছে।
শনিবার সকালে সাংবাদিক বৈঠকে সেই দাবি ভুয়ো বলে উড়িয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। তাঁর পাশে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। এদিন সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি ছবি দেখান তিনি। প্রেস কনফারেন্স শুরুর কিছুক্ষণ আগেই সেই ছবিগুলি তোলা। সেখানে দেখা যায়, সংশ্লিষ্ট বায়ুসেনা ঘাঁটিগুলির কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরে নিহত কোন কোন ‘মোস্ট ওয়ান্টেড’? সামনে এল ৫ কুখ্যাত জঙ্গির নাম
বায়ুসেনা ঘাঁটিগুলির ছবি দেখিয়ে বিদেশ সচিব বলেন, ‘সেনার একাধিক সম্পদ ধ্বংস করা নিয়ে পাকিস্তানের দাবি পুরো ভুয়ো। সুরতগড়, সিরসা, আজমগড়ে বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করার দাবি সঠিক নয়। সবার কাছে অনুরোধ, পাকিস্তানের ভুয়ো দাবিতে প্রভাবিত হবেন না। সুস্পষ্ট উদ্দেশে তারা এসব দাবি করছে’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের মাধ্যমে নিখুঁতভাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (India-Pakistan)। তবে সেখানকার কোনও সাধারণ মানুষকে নিশানা করা হয়নি। তবে পাকিস্তানের তরফ থেকে এদেশের আমজনতার ওপর হামলা চালানোর পাশাপাশি মিথ্যাচারও করা হচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে ছবি সহ সেই মিথ্যে ফাঁস করেছে ভারতের বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা।