২ সপ্তাহের মধ্যে কথা শুনতেই হবে! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বড়বাজারে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পরেই শহর কলকাতার রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফেগুলি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর থেকে ‘অ্যাকশনে’ নামে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। একাধিক রুফটপ রেস্তোরাঁ, ক্যাফের কাঠামো ভাঙা শুরু হয়। সেই সঙ্গেই সেগুলি বন্ধের নির্দেশ দেয় পুরনিগম। এরপরেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। উচ্চ আদালতের দ্বারস্থ হয় একাধিক রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফের মালিকরা। এবার সেই বিষয়ক একটি মামলার শুনানিতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যা হল…

রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফের মালিকরা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পর প্রাথমিকভাবে কেএমসির অভিযান স্থগিত করে দেওয়া হয়। এবার শুনানি চলাকালীন মামলাকারীরা জানালেন, ব্যবসা চালানোর জন্য তাঁদের কাছে আইনসম্মত ও বৈধ অনুমোদন রয়েছে। তাহলে তাঁদের কেন ব্যবসা করতে দেওয়া হবে না? এভাবে কেন কাঠামো ভেঙে দেওয়া হবে?

পাল্টা পুরসভার কৌঁসুলি দাবি করেন, কেএমসির (KMC) তরফ থেকে যখন ব্যবসা করার অনুমোদন দেওয়া হয়েছিল, তখন তারা সেই অনুমোদনে হস্তক্ষেপও করতে পারে। পাল্টা মালিকপক্ষের তরফের আইনজীবী বলেন, এই পদক্ষেপ কীসের ভিত্তিতে করা হচ্ছে সেটা তো জানাতে হবে। শহরের রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফের কর্ণধারদের সঙ্গে কোনও আলোচনাই করেনি পুরসভা। তাঁদের বক্তব্য শোনেনি!

আরও পড়ুনঃ একের পর এক হামলা! সেই সঙ্গেই ক্রমাগত মিথ্যাচার! প্রমাণ দেখিয়ে পাকিস্তানের ‘মুখোশ’ খুলল ভারত

একথা শোনার পরেই কলকাতা পুরসভাকে তাদের দায়িত্ব ও কর্তব্য মনে করিয়ে দেন হাইকোর্টের বিচারপতি। জাস্টিস কান্ত (Justice Gaurang Kanth) বলেন, সংশ্লিষ্ট পুর আইনের (১৯৮০) ৪০১ নং ধারা অনুযায়ী, পুর কর্তৃপক্ষকে মালিক পক্ষের বক্তব্য শুনতেই হবে। তাদের কী কী অসুবিধা রয়েছে সেগুলি বুঝে তা নিয়ে আলোচনা করতে হবে।

Calcutta High Court

হাইকোর্টের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফের মালিকদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের বক্তব্য শুনবে পুরসভা। এই সময়কালে ওই রেস্তোরাঁ ও ক্যাফেগুলি বন্ধ থাকবে এবং সেগুলি ভাঙার কাজও হবে না।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বড়বাজারের একটি হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ড হয়েছিল। তাতে মৃত্যু হয় ১৪ জনের। এরপরেই শহরের রুফটপ রেস্তোরাঁ ও ক্যাফে নিয়ে ‘অ্যাকশনে’ নামে পুরসভা। এবার হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন সংশ্লিষ্ট রেস্তোরাঁ ও ক্যাফের মালিকরা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X