বাংলা হান্ট ডেস্কঃ শনিবার বড় মুখে যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Donald Trump)। পাকিস্তানের আর্তনাদে সাড়া দিয়ে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন ভারত এবং পাকিস্তান (India-Pakistan), উভয় দেশই পূর্ণ যুদ্ধবিরতিতে মত দিয়েছে। তবে ভারত নিজের কথা রাখলেও নিজের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ত্র বিরতি লঙ্ঘন করে পাকিস্তান।
নিজের দোষ ঢাকতে পালটা চাল নির্লজ্জ পাকিস্তানের | India-Pakistan
জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ফের ‘শেলিং’ শুরু হয়। শুরু হয় পাক গোলাবর্ষণ। স্বাভাবিক পরিস্থিতি ফের বদলে যায় অন্ধকার, আতঙ্কে। রাত ১১টায় নয়াদিল্লি বিবৃতি দিয়ে জানায়, পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনাও পাকিস্তানের আচরণের জবাব দিচ্ছে। বিদেশসচিব এই আচরণকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করে জানান ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর পরেই পাল্টা বিবৃতি দেয় নির্লজ্জ পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO
নিজেদের আচরণ ধামাচাপা দিয়ে উল্টে পাকিস্তান জানায়, সংঘর্ষবিরতির বাস্তবায়নে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ, দায়িত্ব সহকারে পাক বাহিনী সীমান্তে পরিস্থিতি সামাল দিচ্ছে। উল্টে ভারত কিছু জায়গায় চুক্তি লঙ্ঘন করছে। বিবৃতি দিয়ে পাকিস্তান আরও বলে, এই সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করা উচিত আলোচনার মাধ্যমে।
আরও পড়ুন: বইবে ঝোড়ো হাওয়া! বাড়ন্ত তাপমাত্রার মধ্যেই আজ স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়, আবহাওয়ার খবর
শনিবার বিবৃতি দেয় পাকিস্তানের বিদেশ মন্ত্রক। ভারত প্রমাণ সহ পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ আনার পরেই বিবৃতি জারি করে ইসলামাবাদ। প্রসঙ্গত, গতকাল যুদ্ধবিরতির ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, রাতভর এ নিয়ে আলোচনার পর ভারত এবং পাকিস্তান, উভয় দেশই পূর্ণ যুদ্ধবিরতিতে মত দিয়েছে।