বাংলাহান্ট ডেস্ক : সংঘর্ষ বিরতিতে গেলেও পাকিস্তানের বাড়াবাড়ি মোটেই বরদাস্ত করা হবে না। ভারতীয় (India) সেনার তরফে একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতের তরফে প্রথম থেকেই বলা হয়েছিল, প্রথম হামলা করেছিল পাকিস্তানই। পহেলগাঁও হামলার জবাবেই ভারতের ‘অপারেশন সিঁদুর’।। পালটা পাকিস্তান ফের হামলা করে সমুচিত জবাবে পড়শি দেশের কোমর ভেঙে দিয়েছে ভারত (India)।
সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানকে বার্তা ভারতীয় (India) DGMOর
বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে পাকিস্তান সংঘর্ষ বিরতির আর্জি জানায়। এদিকে শনিবার রাতে ফের সমঝোতা লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাকিস্তান। একাধিক সীমান্তবর্তী এলাকায় দেখা যায় ড্রোন। এই পরিপ্রেক্ষিতেই এবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় (India) DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। স্পষ্ট বলে দিলেন, রবিবার রাতটাই দেখা হবে। এদিন যদি ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয় তবে কড়া পদক্ষেপ নেবে ভারত।
পাকিস্তানের আর্জিতেই সংঘর্ষ বিরতি: উল্লেখ্য, শনিবার দুপুরে ভারতীয় (India) DGMO র সঙ্গেই যোগাযোগ করে যুদ্ধ বিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তানের DGMO। এ বিষয়ে এদিন সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, শনিবার দুপুর ৩ টে ৩৫ মিনিটে পাকিস্তানের DGMO র সঙ্গে তাঁর কথা হয়। পাকিস্তানের DGMO ই সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন। সেই মতো বিকেল ৫ টা থেকে দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। তবে তখনই ভারতের (India) তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পাকিস্তান প্ররোচনা দিলে ভারত পালটা জবাব দেবে।
আরো পড়ুন : সংঘর্ষ বিরতির পরেই কাশ্মীরের দিকে নজর? ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা পাক মন্ত্রীর
সময় বেঁধে দিল ভারত: আশঙ্কা সত্যি করে শনিবার রাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তারপরেই পাকিস্তানকে উচিত জবাব দিতে সীমান্তে সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দেন ভারতীয় (India) সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতের পালটা হামলার মুখে পড়ে রাত দশটা থেকে গোলাগুলি বন্ধ করে পাকিস্তান।
আরও পড়ুন : আগ বাড়িয়ে কাশ্মীর নিয়ে টানাটানি, ‘তৃতীয় পক্ষ’ আমেরিকার হস্তক্ষেপকে সাধুবাদ পাকিস্তানের
আর এবার রবিবারের সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, প্রাথমিক ভাবে ৩৬ ঘন্টার জন্য সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার পরেই তা লঙ্ঘন করে পাকিস্তান। এবার ভারতীয় DGMO কড়া ভাষায় বলেন, রবিবার রাতে এবং সোমবার বৈঠকের আগে যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে সেনা কমান্ডারদের তা প্রতিহত করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান যদি সংঘর্ষ বিরতি মেনে চলে তবে সোমবারের বৈঠকে মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে।