বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলাই ছিল ধৈর্য্যের বাঁধ ভাঙার শেষ পর্যায়। ওই ঘটনার ঠিক ১৩ দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে সুপরিকল্পিত হামলা চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ এর আঘাতে যে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে তা এদিনের সাংবাদিক বৈঠকে জানান তিন বাহিনীর সেনা কর্তারা। ভারতীয় সেনা এবং বায়ুসেনা তো অপারেশন সিঁদুর এবং পরবর্তীতে পাকিস্তানের প্রত্যাঘাতের উচিত জবাব দিয়েছে। আর তাঁদের পেছনে শক্তিশালী ঢাল হয়ে তৈরি ছিল ভারতীয় নৌসেনা (Indian Navy)।
অপারেশন সিঁদুর-এ নৌবাহিনীর (Indian Navy) ভূমিকা জানালেন সেনাকর্তা
কীভাবে তিন বাহিনী মিলে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একের পর গুরুত্বপূর্ণ এয়ারবেস, জঙ্গিঘাঁটি, তা সুস্পষ্ট ভাবে এই কদিন ধরে সাংবাদিক বৈঠকে তুলে ধরেছে ভারত। আর রবিবার সাংবাদিক বৈঠকে অপারেশন সিঁদুর-এ ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ নাভাল অপারেশন তথা নৌসেনার ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ।
আরব সাগরে প্রস্তুত ছিল নৌসেনা: তিনি এদিন জানান, আরব সাগরে যেকোনো সংঘর্ষের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল নৌসেনা (Indian Navy)। এমনকি পহেলগাঁও এর হামলার পরেই আরব সাগরে একাধিক যুদ্ধতরী নামিয়ে দেওয়া হয়েছিল। এ সময়ে প্রস্তুতি দেখাতে একাধিক ক্ষেপণাস্ত্রও ছোঁড়ে ভারতীয় নৌসেনা। এরপরেই সেনাকর্তা স্পষ্ট জানান, “করাচি সহ যেকোনো জায়গায় হামলার জন্যও প্রস্তুত ছিলাম আমরা”।
আরো পড়ুন : পাক পরমাণু ঘাঁটিকে নিশানা করতেই খেল খতম! ভারতের কাছে কীভাবে মাথা নত করল পাকিস্তান?
নজরে ছির পাক নৌবাহিনী: নৌসেনার এক উচ্চপদস্থ আধিকারিক ইন্ডিয়া টুডেকে জানান, পহেলগাঁও এর ঘটনার পর থেকেই পাকিস্তানি নৌসেনার গতিবিধি নজরে রেখেছিল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। পাক নৌসেনার প্রতিটি বিষয়ের উপরে ছিল তাঁদের কড়া নজর। কোনো বিপদের আঁচ পেলেই যে তাঁরা ঝাঁপিয়ে পড়তেন তাও জানিয়েছেন নৌসেনার ওই আধিকারিক।
আরো পড়ুন : অনলাইনেই কাটা যাবে টিকিট, ভোগান্তি কমাতে এবার এক ক্লিকেই মিলবে বাসের সব তথ্য
এর আগেও অবশ্য ভারতীয় নৌবাহিনীর এই তৎপরতা দেখা গিয়েছে। বিশেষজ্ঞ মহল বলছেন, প্রত্যেক বারই ভারত পাকিস্তানের সংঘর্ষের আবহে বাড়তি নিরাপত্তার জন্য আরব সাগরে একাধিক যুদ্ধতরী নামিয়ে প্রতিরক্ষার দেওয়াল তৈরি করে দিয়েছে নৌবাহিনী। এবারেও অপারেশন সিঁদুর সহ সমস্ত প্রত্যাঘাতে অন্য দুই বাহিনীকে সবসময় মদত জুগিয়ে গিয়েছে ভারতীয় নৌবাহিনী।