সংঘর্ষ বিরতি বজায় নাকি ফের শুরু হবে আক্রমণ? আজই বৈঠকে বসছেন ভারত-পাক DGMO

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হামলা, পাল্টা হামলায় সাময়িক বিরতি। শনিবার বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। সেদিনই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছিলেন, ১২ মে বৈঠকে বসবেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তথা ডিজিএমও (DGMO)। আজ দুপুর ১২টা নাগাদ তাঁরা ফের আলোচনায় বসতে চলেছেন।

আজ ফের ভারত-পাক (India-Pakistan) বৈঠক!

শনিবার দুপুর ৩:৩৫ নাগাদ ভারতের ডিজিএমও-কে ফোন করেছিলেন পাকিস্তানের ডিজিএমও। এরপর সেদিন বিকেল ৫টা থেকেই সংঘর্ষ বিরতি কার্যকর করা হয়। মাঝে রবিবার কাটিয়ে সোমে ফের বৈঠকে বসবেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস। ভারতের তরফে থাকবেন ডিজিএমও রাজীব ঘাই। অন্যদিকে পাকিস্তানের তরফে থাকবেন ডিজিএমও কাসিফ আবদুল্লাহ।

এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকার কথা আগেই জানানো হয়েছে। রবিবার ভারত স্পষ্ট জানায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) ফেরত পাওয়া নিয়ে ভবিষ্যতে ভারত-পাকিস্তান আলোচনা হবে।

আরও পড়ুনঃ ‘পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও দখল করে নাও’! সর্বদল বৈঠকে দাবি তুললেন সুদীপ

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেদেশের সব হামলা সুনিপুণ দক্ষতার সঙ্গে ভেস্তে দিয়েছে ভারত। সেই সঙ্গেই পাল্টা হামলাও চালিয়েছে ইন্ডিয়ান আর্মি। জল, স্থল, বায়ু, তিন বাহিনীর দাপটে কার্যত নাস্তানাবুদ হয়ে যায় পাকিস্তান।

india-pakistan

সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারতের লাগাতার প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা হয়ে যাওয়ার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন পাক সেনা প্রধান আসিম মুনির। এরপর মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে (S Jaishankar) ফোন করেন। তিনি জানান, পাকিস্তান আলোচনায় বসতে চায়। সেই সময় স্পষ্ট জানানো হয়, দুই দেশের মধ্যে রাজনৈতিক স্তরে নয়, বরং ডিজিএমও স্তরে আলোচনা হবে। সেই প্রস্তাবে রাজি হয়ে যায় পাকিস্তান। এরপরেই দুই দেশের ডিজিএমও আলোচনায় বসেন।

শনিবার ভারত-পাক (India-Pakistan) ডিজিএমও-দের আলোচনায় ঠিক হয়, সেদিন বিকেল ৫টা থেকে দুই দেশই জল, স্থল ও আকাশে সব রকমের ফায়ারিং এবং মিলিটারি অ্যাকশন বন্ধ করবে। তবে এই সংঘর্ষ বিরতি শুরু হওয়া কয়েক ঘণ্টার মধ্যেই শোনা যায় পাকিস্তান তা লঙ্ঘন করেছে। এই নিয়ে জোরালো চর্চা হয়। এই আবহে ফের বৈঠকে বসছেন দুই দেশের ডিজিএমও। আজকের বৈঠকে কী ঠিক হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X