বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন একের পর এক সরকারি কর্মীরা। রাজ্য বাজেটের সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। গত মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়। এরপর সেই পথে হেঁটে একাধিক রাজ্য সরকার মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করেছে। এর মধ্যেই সামনে আসছে বড় খবর। জুলাইয়ে কত শতাংশ হারে ডিএ বাড়াতে পারে সরকার? সামনে এসেছে সেই আপডেট।
জুলাইয়ে কত শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সম্ভাবনা?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে তা কার্যকর হয়। ইতিমধ্যেই এই বছরের প্রথম দফার ডিএ বৃদ্ধি হয়েছে। এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে বাড়ানো হতে পারে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে।
সরকারি কর্মীদের কত শতাংশ হারে ডিএ বাড়ানো হবে, সেটা মূলত এআইসিপিআই (AICPI) সূচকের ওপর নির্ভর করে। সূচক ঊর্ধ্বমুখী হলে মহার্ঘ ভাতার হার বেশি হয়, আর সূচক নিম্নমুখী হলে ডিএ কম হারে বাড়ানো হয়।
আরও পড়ুনঃ দিঘার পর খাস কলকাতায় তৈরি হল জগন্নাথ মন্দির! পিছনে রয়েছেন ‘এই’ ব্যক্তি
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সূচক নিম্নমুখী ছিল। তবে মার্চ মাসে তা ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে এআইসিপিআই সূচক পৌঁছেছে ১৪৩ পয়েন্টে। এখনও এপ্রিল থেকে জুন মাসের তথ্য আসা বাকি। এই তিন মাসেও যদি সূচক ঊর্ধ্বমুখী থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বাড়ানো (DA Hike) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
তবে এই সূচক যদি ফের নিম্নমুখী হয়, তাহলে ডিএ বৃদ্ধির হারও কমতে পারে। এবারের মতো ২% কিংবা তার চেয়েও কম হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে খবর। নানান মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৫% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। চলতি বছরের প্রথম দফায় ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। দ্বিতীয় দফার ঘোষণা এখনও বাকি। দ্বিতীয় দফায় সরকারের তরফ থেকে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেটাই দেখার।