আরও স্পষ্ট হল জঙ্গি যোগ! মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা জঙ্গিকে ‘সাধারণ নাগরিক’ বলল পাকিস্তান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাক যোগের কথা সামনে এসেছিল। এরপর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করে দেয় ভারত (India-Pakistan)। তাতেই দুই দেশের মধ্যেকার সংঘাত চরমে ওঠে। এই পরিস্থিতিতে পাকিস্তানের জঙ্গি যোগ আরও স্পষ্ট হল। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিষিদ্ধ করা জঙ্গিকে (Terrorist) ‘সাধারণ নাগরিক’ বলে জানাল সেই দেশ।

আরও পরিস্ফুট হচ্ছে পাকিস্তানের জঙ্গি যোগ!- (India-Pakistan)

অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের মুরিদকের লস্কর-ই-তৈবার জঙ্গি শিবির। তাতে প্রাণ হারায় সংশ্লিষ্ট সংগঠনের একাধিক জঙ্গি। সেদিনই মুরিদকেতে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন পাক সেনার পদস্থ কর্তা, আইনসভার সদস্য, পুলিশরা। সেখানেই দেখা মেলে হাফিজ আবদুর রউফ নামের একজন ব্যক্তির।

লস্কর জঙ্গিদের শেষকৃত্যে ধর্মীয় প্রার্থনা পাঠে নেতৃত্ব দিচ্ছিলেন হাফিজ। সেই ভিডিও ভাইরাল হতেই কার্যত শোরগোল পড়ে যায়। জঙ্গি হাফিজ আবদুর রউফ শেষকৃত্যে কী করছিলেন? প্রশ্ন উঠতে শুরু করে। পাল্টা পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়, হাফিজ পাকিস্তানের একজন সাধারণ নাগরিক। শেষকৃত্যে মৌলবির ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুনঃ পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই! ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই বড় দাবি দিলীপের

পাকিস্তানের তরফ থেকে এহেন দাবি করা হলেও জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিষিদ্ধ করা জঙ্গিদের তালিকায় রয়েছে হাফিজের নাম। এই লস্কর কম্যান্ডার নানান প্রভাবশালী ব্যক্তিদের থেকে জঙ্গি কার্যকলাপের জন্য টাকা তোলার কাজ করেন। ভারত সহ বিশ্বের নানান দেশে জঙ্গি কার্যকলাপে তাঁর জড়িত থাকার প্রমাণ রয়েছে।

india-pakistan

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ আজকের নয়। তবে অপারেশন সিঁদুরের পর সেটা যেন আরও পরিষ্কার হচ্ছে (India-Pakistan)। অপারেশন সিঁদুরের মাধ্যমে সেদেশের জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেও পাকিস্তান এদেশের নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়েছে। পাল্টা কড়া প্রত্যাঘাত করেছে ভারতও।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X