বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান সংঘর্ষের মাঝেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) ফিরে যাওয়ার সময় গ্রেপ্তার হলেন চার অবৈধ অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, এক বছর আগেই ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন তারা। কাজের সূত্রে দেশের বিভিন্ন জায়গায় থাকছিলেন তারা। তবে বর্তমান পরিস্থিতিতে কড়াকড়ি শুরু হওয়ায় সীমান্ত পেরোনোর সময়ই গ্রেপ্তার হলেন অবৈধ অনুপ্রবেশকারীরা। সোমবার সকালে নদিয়ার হাঁসখালি থানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
হাঁসখালি সীমান্তে গ্রেপ্তার চার বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশকারী
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুজন মহিলা এবং দুজন পুরুষকে হাঁসখালি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই প্রথম সন্দেহের উদ্রেক হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চারজনকে পাকড়াও করে জেরা শুরু করলে অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকেন তারা। উপরন্তু তাদের কাছে এদেশের কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।
এক বছর আগেই ঢোকে ভারতে: অসঙ্গতি দেখে পুলিশ চেপে ধরতেই বেরিয়ে পড়ে আসল সত্যিটা। জানা যায়, এক বছর আগেই দালালের মাধ্যমে অবৈধ (Bangladesh) ভাবে ভারতে প্রবেশ করেন তারা। তারপর কাজের সূত্রে এদেশের বিভিন্ন রাজ্যে থাকতে শুরু করেন তারা। কিন্তু পহেলগাঁও হামলার জেরে হঠাৎ করেই অনুপ্রবেশকারীদের খোঁজে কড়াকড়ি শুরু হয়। সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ে বেশি।
আরো পড়ুন : “পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত”, গর্জে উঠলেন মোদী, পাকিস্তানকে দিলেন হুঁশিয়ারি
আদালতে তোলা হয় তাদের: এমতাবস্থায় আবারও দালালের মাধ্যমেই ওই চারজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) ফেরার পরিকল্পনা করে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। সোমবারই রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় তোলা হয় ওই চারজনকে।
তদন্তকারীদের মতে, ধৃতরা আদৌ কতটা সত্যি বলছেন তা জানার প্রয়োজন রয়েছে। তাদের পুলিশি হেফাজতে নিয়ে আরো জেরা করা হবে বলে জানা গিয়েছে। ভারত পাক সংঘর্ষ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি আরো জোরদার হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিনে হাঁসখালি এলাকায় একাধিক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।