বাংলা হান্ট ডেস্কঃ গরমের ছুটি (Summer vacation) নিয়ে স্কুলশিক্ষা দফতরের (Education Department) লেটেস্ট আপডেট জেনে নিন। রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। ছুটি নিয়ে উদ্বেগের মধ্যেই সম্প্রতি শিক্ষা দফতর জানিয়েছে, ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হয়ে যাবে। অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের একাংশ ক্ষোভের আর কোনও কারণ রইল না।
গরমের ছুটির আপডেট | Summer vacation
প্রসঙ্গত, বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গরমের ছুটি আরও বাড়ানো হয়েছে। তবে সেরকম কোনো আপডেট সরকারি তরফে মেলেনি। উল্লেখ্য, তীব্র গরমের জেরে এপ্রিলের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়া হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সময় কত দিন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সেই নিয়েই বাড়ছিল উদ্বেগ। কতদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে, ফের কবে স্কুল খুলবে সেই বিষয়ে কিছু না জানানোয় চিন্তায় ছিল শিক্ষামহল থেকে পড়ুয়া ও অভিভাবকরাও। যেহেতু আগামী বছর থেকে নতুন ভাবে পরীক্ষা হবে তাই সেই নিয়ে বাড়তি উদ্বেগ রয়েইছে।
উল্লেখ্য, ২০২৬ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টারে। উচ্চ মাধ্যমিক হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে। তৃতীয় সেমিস্টার যেহেতু সেপ্টেম্বরে হওয়ার কথা সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকা নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে এবার জানান হল, ২ জুন থেকে গরমের ছুটি খুলে যাবে। প্রসঙ্গত, সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ১২ মে থেকে ছিল। আর স্কুল খোলার কথায় ছিল ২৩ মে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
উল্লেখ্য, গত বছর সরকারি স্কুলগুলিতে প্রথমে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। তবে অত্যাধিক গরমের কারণে ২১ এপ্রিল থেকে ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রায় দু’মাস ২ জুন পর্যন্ত ছিল গরমের ছুটি। যা নিয়ে পরে সিলেবাস শেষ করতে বেগ পেতে হয়েছিল শিক্ষকদের। এবার সব দিক ভাবনা-চিন্তা করে এক মাস ছুটি দেওয়া হল। আপাতত এটাই চূড়ান্ত।