বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। বুধবার সেই পদে আসীন হলেন বিচারপতি বি আর গাভাই (CJI BR Gavai)। এদিন দেশের ৫২ তম সিজেআই (Chief Justie of India) হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রাষ্ট্রপতি ভবনে বিচারপতি গাভাইকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সুপ্রিম কোর্টের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হলেন সিজেআই গাভাই (CJI BR Gavai)
দেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণের আগে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি গাভাইয়ের নাম সুপারিশ করেছিলেন সদ্য প্রাক্তন সিজেআই সঞ্জীব খান্না। গতকাল বিদায়ী ভাষণে নিজের উত্তরসূরির ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিন দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি গাভাই। রাষ্ট্রপতি ভবনের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।
সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্যতম অভিজ্ঞ বিচারপতিদের মধ্যে একজন হলেন সিজেআই বি আর গাভাই। একাধিক উল্লেখযোগ্য মামলায় রায় দিয়েছেন তিনি। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা, নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করা থেকে সম্প্রতি উত্তরপ্রদেশের বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম রায়- বহু হাইপ্রোফাইল মামলায় রায়দানের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই।
আরও পড়ুনঃ ২০ দিনের ‘লড়াই’! অবশেষে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বাংলার BSF জওয়ান পূর্ণম কুমার সাউ
জানা যাচ্ছে, ১৯৬০ সালের নভেম্বরে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন বি আর গাভাই। পুরো নাম, ভূষণ রামকৃষ্ণ গাভাই (Bhushan Ramkrishna Gavai)। ২৪-২৫ বছর বয়সে তিনি আইনি পেশায় নিজের কর্মজীবন শুরু করেন বলে খবর। ২০০৩ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে তাঁকে নিয়োগ করা হয়। বছর দুয়েকের মধ্যেই স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বুধবার এদেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছেন জাস্টিস বিআর গাভাই (CJI BR Gavai)। আগামী ৬ মাস এই পদে আসীন থাকবেন। ২০২৫ সালেরই ২৩ নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন তিনি।