Lux Cozi-এর আন্ডারওয়ার পড়ে ঘুরছিল এক ব্যাক্তি, তাঁকে গ্রেফতার করে ভারতীয় গোয়েন্দা বলে দাবি পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি পুলিশ পাকিস্তানের পাঞ্জাব প্রান্ত থেকে এক ভারতীয় গোয়েন্দাকে গ্রেফতার করেছে বলে দাবি করে। স্থানীয় মিডিয়া অনুযায়ী, পুলিশের কাছে গ্রেফতার হওয়া ব্যাক্তি স্বীকার করেছেন যে, সে ভারতীয় গোয়েন্দা। পাক পুলিশ জানায়, ধৃত ভারতীয় গোয়েন্দার পরিচয় রাজু লক্ষণ নামে হয়েছে। যদিও এই দাবি করার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এজেন্সিকে নিয়ে চরম ট্রল করা হয়, কারণ পাকিস্তান ধৃত ব্যাক্তির Lux Cozi গেঞ্জি দেখে তাঁকে ভারতীয় গোয়েন্দা হিসেবে দাবি করেছে।

image 1

ওয়াশিংটন পোস্ট অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রান্তে নিউক্লিয়ার ফ্যাক্টরির গোয়েন্দা গিরি করছিল। পাকিস্তানে গোয়েন্দা গিরির সাজা ফাঁসি। শোনা যাচ্ছে যে, রাজু লক্ষণকে বুধবার ডেরা গাজী খান জেলার রাখি গজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাকিস্তান পুলিশের অনুযায়ী, রাজু লক্ষণ বালুচিস্তান থেকে ডেরা গাজী প্রান্তে প্রবেশ করছিল। পাকিস্তানের দাবি অনুযায়ী, এটা সেই এলাকা যেখানে ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে গ্রেফতার করা হয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য তাঁকে এক অজ্ঞাতপরিচয় স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।

image

পাকিস্তান পুলিশ ভারতীয় গোয়েন্দার বিরুদ্ধে কিছু প্রমাণও দিয়েছে। আর তাঁরা জানায় রাজু লক্ষণ Lux Cozi-র গেঞ্জি-জাঙ্গিয়া পড়েছিল, যেহেতু সেটা একটি ভারতীয় ব্র্যান্ড, সেহেতু ওই ব্যাক্তি ভারতীয় এটা প্রমাণিত আর সে গোয়েন্দাগিরি করার জন্য পাকিস্তানে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের মতে একটা দেশ কি করে আন্ডারওয়ার এর ব্র্যান্ড দেখে কাউকে জঙ্গি ঘোষণা করতে পারে? পাকিস্তানের এই দাবির জন্য সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে চরম ট্রলও করা হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর